রাজশাহী মহানগরী ৩রা জুলাই শুক্রবার :
অদ্য বাদ আছর ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী মহানগরী ও রাজশাহী
সরকারী কলেজ শাখার যৌথ উদ্যোগে নগরীর সাফাওয়াং চাইনিজ রেষ্টুরেন্টে
অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে
জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সমবেত
ছাত্র ও যুবকদের উদ্দেশ্যে উপরোক্ত আহবান জানান। তিনি বলেন, এ দু’টি বস্ত্ত
হ’ল মানবজাতির নিকট শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর রেখে যাওয়া অমূল্য আমানত।
উক্ত আমানতের খিয়ানত না করা এবং তার যথাযথ হক আদায় করার মধ্যেই আমাদের
সার্বিক কল্যাণ নিহিত রয়েছে। তাই তারুণ্যের জোয়ার থাকতেই এবং জীবন ফুরিয়ে
যাওয়ার আগেই যেন আমরা সকলে সচেষ্ট হই, সে ব্যাপারে তিনি ছাত্র-যুবক ও
সুধীবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান।
রাজশাহী মহানগর ‘আহলেহাদীছ যুবসংঘে’র ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, রাজশাহী মহানগর ‘আহলেহাদীছ আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক গিয়াছুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক মবিনুল ইসলাম, রাজশাহী মহানগর ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক নাজীদুল্লাহ, রাজশাহী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর একরামুল হক, রাজশাহী কলেজ শাখা ‘যুবসংঘে’র সভাপতি রবীউল ইসলাম, সাধারণ সম্পাদক আজমল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে চৌদ্দ শতাধিক ছাত্র ও সুধী অংশগ্রহণ করেন।
-মুহতারাম আমীরে জামা‘আত