১৮ই জানুয়ারী শনিবার পাবলিক লাইব্রেরী মিলনায়তন, কক্সবাজার : অদ্য বাদ যোহর যেলা শহরের পাবলিক লাইব্রেবী মিলনায়তনে ‘আহলেহাদীছ আন্দোলন’ কক্সবাজার যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্ল­াহ আল-গালিব উপরোক্ত আহবান জানান। তিনি সূরা নিসার ৬৫ আয়াত উল্লেখ করে বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) পৃথিবীতে এসেছিলেন মানবতার জন্য একমাত্র অনুসরণীয় ব্যক্তি হিসাবে। সুতরাং সার্বিক জীবনে তাঁর অনুসরণ ব্যতীত কেউ প্রকৃত মুমিন হ’তে পারবে না। তাঁর আদর্শ না বোঝার কারণেই অনেকে চরমপন্থার আশ্রয় নেয়। এর ফলে ২০০৫ সালে বাংলাদেশের ৬৪ যেলার ৬৩ যেলাতে একযোগে বোমা হামলা করা হয়। যা কখনোই ইসলাম সমর্থন করে না। ‘আহলেহাদীছ আন্দোলন’ যাবতীয় চরমপন্থা থেকে দূরে থেকে রাসূলুল্লাহ (ছাঃ)-এর খাঁটি অনুসারী হওয়ার আহবান জানায়। আর এর মাধ্যমেই সার্বিক জীবনে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘আহলেহাদীছ যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, খুলনা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক তাসলীম সরকার এবং স্থানীয় ওলামাদের মধ্যে মাওলানা আতাউল্লাহ আলী হোসাইন, হাফেয তৈয়ব জালাল ও মাওলানা আব্দুল করীম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য কাযী হারূণুর রশীদ, মেহেরপুর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ তরীকুয্যামান ও চট্টগ্রাম যেলা সভাপতি হাফেয মুহাম্মাদ শেখ সা‘দী প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক আবুল কালাম আযাদ।







বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার মূল চেতনা হ’ল ‘আল্লাহু আকবর’ (যেলা সম্মেলন : বগুড়া ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রশিক্ষণ (গত সংখ্যার পর)
৩২তম বার্ষিক তাবলীগী ইজতেমা সম্পন্ন
সংগঠন সংবাদ
৩৫তম বার্ষিক তাবলীগী ইজতেমা ২০২৫ সম্পন্ন (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আল-হেরা শিল্পীগোষ্ঠী
যেলা সম্মেলন : খুলনা (নবী-রাসূলদের দেখানো পথ অনুসরণ করুন!)
যুবসংঘ (যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ-২য় পর্ব)
সার্বিক জীবনে সমাজ সংস্কারে ব্রতী হও! (বার্ষিক কর্মী সম্মেলন ২০২৪)
মারকায সংবাদ (আল-মারকাযুল ইসলামী আস-সালাফী)
তা‘লীমী বৈঠক
মাযহাবী ইসলাম বাদ দিয়ে প্রকৃত ইসলামের অনুসারী হৌন! (যেলা সম্মেলন : চট্টগ্রাম ২০২৪) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.