সুযোগ পেলেই ‘সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম’ তুলে দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য। আমরা সব ধর্মের মানুষ একত্রে এ দেশে বসবাস করি। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, সম্প্রীতির দেশ। গত ১২ই নভেম্বর শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত ‘সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রয়োজন বাংলাদেশ ও ভারতের গণমানুষের সুদৃঢ় ঐক্য’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ইসলাম ধর্ম বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম হিসাবে থাকা উচিত নয় বলে মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, আমি বিভিন্ন জায়গায় বলেছি, আমি কখনোই বিশ্বাস করি না, ইসলাম ধর্ম বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকা উচিত। এখন যা চলছে এটা আমাদের কৌশল। আমরা সুযোগ পেলে, সময় পেলে    ইনশাআল্লাহ এটাকে সংবিধান থেকে তুলে দেব’।

তবে তার এই মতামত একান্ত ব্যক্তিগত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হঠাৎ করে এ প্রশ্ন কেন এলো তা আমি জানি না। সম্ভবত এটা তার ব্যক্তিগত মতামত। জাতীয় সংসদে যে বিষয়টি পুরোপুরি মীমাংসিত সেটা এখন আনসারটেন করার প্রশ্নই ওঠে না। তাছাড়া সংবিধান সংশোধনের চিন্তা বর্তমানে সরকারের নেই’।

[ইতিপূর্বে এই মূর্খ লোকটির মন্ত্রিত্ব গেছে। তবুও তার খুঁটির জোর আছে বলেই এতবড় দুঃসাহস দেখাতে পেরেছে। সেই খুঁটি কারা, সেটা দেশবাসী জানে। ভারত ও মিয়ানমারের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদের নিকৃষ্টরূপ দেখার পরেও এদের লম্ফ-ঝম্ফ দেখলে বানর নাচের কথাই মনে হয়। এদের ও এদের গুরুদের বলব ইসলাম সম্পর্কে জানার জন্য এবং বাংলাদেশের ইসলামী সংস্কৃতিকে বুঝার জন্য (স.স.)]







দুবাই বিশ্ব কুরআন প্রতিযোগিতায় হাফেয ত্বরীকুল ইসলামের ১ম স্থান লাভ
সমাজতন্ত্রের ভিত্তিতে কুরআন পুনর্লিখন করবে চীন
পুলিশের কারণে অপরাধীরা পার পেয়ে যায়
বন্দীদের জন্য ইতালীর সব কারাগারে মসজিদ!
করোনার কারণে দু’লক্ষাধিক বাড়তি শিশু জন্ম নিতে চলেছে ফিলিপাইনে
সব বাড়ির দরজা খোলা!
আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক মাত্র ৮ টাকা খরচে চলবে সারাদিন
২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা
উদ্বেগজনক হারে বেড়েছে ধর্ষণ ও শিশু হত্যা - -বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা
ছিটমহল বিনিময়ের ৫ বছর : উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সার্বিক চিত্র
দূষণে ভারতে সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু ২০১৭ সালে
করোনাকালে নতুন দরিদ্র ৩ কোটি ২৪ লাখ মানুষ
আরও
আরও
.