বাপ-দাদার সম্পত্তি নয় আমলে পরিচয়

কুরআন ও ছহীহ হাদীছ মানলে আহলেহাদীছ হয়।

জন্ম থেকে বিদ‘আত পালন করছ দেখি আজ

ডান কানে আযান বামে একামত দলীল বিহীন কাজ

তিন চিল্লায় আলেম হ’ল কুরআন-হাদীছ ছাড়া

প্রচলিত তাবলীগে আজ সমাজ মাতোয়ারা।

ভাগে কুরবানী সফরে ছিল বাড়ীর মাঝে এলো,

আক্বীক্বাও নাকি চলে তাতে সমাজের কি হ’ল?

ফরয ছালাতের পর মুনাজাত চলছে সবখানে,

সঠিক আক্বীদার কথা বললে তারা নাহি মানে।

মসজিদের মিনারটাতে বাহার দেখি বেশ,

ডানে ‘আল্লাহ’ বামে ‘মুহাম্মাদ’ বিদ‘আতের নেই শেষ।

মাহফিলেতে যিকির চলে মুহাম্মাদের নামে,

বক্তা ছাহেবকে কিনতে হচ্ছে অনেক অনেক দামে।

জুম‘আর দিনে দুই আযান মুওয়াযযিনের মুখে,

দশরা পালন করছে মানুষ মৃত্যু ব্যক্তির সুখে।

জর্দা, গুল, খাওয়া নাকি দোষের কিছু নয়,

এসব কথা বলতে তারা কেউ করে না ভয়।

তবুও তারা আহলেহাদীছ করছে সদা দাবী,

সত্য কথা বলতে গেলে সমাজ হয় বিরোধী।







আরও
আরও
.