কখন ফুটবে তোমার জ্ঞানের কলি, কখন হবে তোমার বোধ,
সূক্ষ্মভাবে নিবে কর্মের হিসাব, বলেছেন তিনি খোদ।
যতই থাকুক তোমার আধিপত্য সারা ভুবন জুড়ে
চিত করে শুয়াবে একদিন লম্বা চাদর মুড়ে।
ব্যস্ত সময় কাটাবে সেদিন আপন যারা আছে,
দিনে দিনে পর হবে সব কেউ রবে না কাছে।
আশেপাশে ঘুরবে মানুষ বলবে ইতিহাস,
কেউ খুড়বে কবর কেউ কাঁটবে বাঁশ।
আস্তে আস্তে এজগতে কমবে তোমার মান,
চার জনা চার কাঁদে নিয়ে যাবে গোরস্থান।
চির বিদায় জানাবে তোমায় কর্পুর গায়ে মেখে
কবর মাঝে রেখে দিবে শেষ দেখা দেখে।
একে একে সবাই ফিরবে কেউ রবে না সাথে,
দুনিয়ার প্রভাবশালী তুমি থাকবে শূন্য হাতে।
সেথায় গিয়ে কি হবে তোমার বলা মহা ভার
কিশের জন্য এ সংসারে এতই হাহাকার?
তোমার শ্রমের সম্পদে সবে করবে ভুরী ভোজ,
তুমি থাকবে অাঁধার ঘরে কেউ জানবে না খোঁজ।
সেদিন তোমার কথা বলবে তুমিই, বলবে না অন্য জনে,
আটকা পড়লে পোড়াবে তোমায় কৃষ্ণ হুতাশনে।
কেন তুমি আজ আছ ভুলে, এত কিছু জেনে,
বাঁচতে হ’লে চলরে মন আল্লাহর হুকুম মেনে।