রামাযান মাসে হ’ল কুরআন নাযিল

বিশ্বের তরে রহমত অনাবিল।

বিশ্বাবাসীর তরে হেদায়াত হয়ে

আসল কুরআন সত্যের দিশা নিয়ে।

কুরআন সে তো প্রতিপালকের বাণী

কুরআনের মাসকে সেরা বলে জানি।

কুরআন-বাহক সে তো জিবরীল আমীন

কুরআনের সবকিছু সেরা চিরদিন।

কুরআনের মাসে এসো কুরআন শিখি

কুরআনের আয়নায় দুনিয়া দেখি।

তিলাওয়াত শিখি আর অনুবাদ পড়ি

সেই মতে আমাদের জীনবটা গড়ি।

শুদ্ধ হ’তেই রব করেছেন দান

কুরআনের মাস এই মাহে রামাযান।

-খায়রুল ইসলাম,

শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ







আরও
আরও
.