এই পৃথিবী মায়া ভরা

রং তামাসার খেলা

দেখতে দেখতে যায় ফুরিয়ে

জীবনের সুখময় বেলা।

মায়াজালে আমায় ফেলে

করলি আপন পর

দুই দিনেরই এই দুনিয়ায়

বানাই বাড়ি-ঘর।

আরাম-আয়েশ করব বলে

করছি গাড়ি-বাড়ি,

ভাবতে পারিনি একদা

যাব সবই ছাড়ি।

বৃদ্ধ বেলা ভাবছি বসে

কোথায় যৌবন কাল?

কোথায় আমার ছেলেবেলা

এই কি আমার হাল!

মিছে আশায় পরের বাসায়

আমার বাসা কই

মাটি বলে ওরে বোকা আমিই

আপন হই।

এই দুনিয়ায় আসার কারণ

সবাই মিলে করি স্মরণ,

মরার আগে মরে!

জান্নাত সবার হাতের মুঠোয়

অহি-র পথ ধরে।

এফ.এম. নাছরুল্লাহ, গোপালগঞ্জ।







ঈদুল ফিৎর - আশীকুর রহমান নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন ফাঁস নাকি জাতির সর্বনাশ - আব্দুল্লাহ আল-মাহমূদএমবিএ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়রংপুর।
চাই নে‘মত
নফস
মুসলিম মুজাহিদ
জাগরণী - মোল্লা আব্দুল মাজেদ রঘুনাথপুর, পাংশা, রাজবাড়ী।
আহলেহাদীছ জঙ্গী নয় - মুহাম্মাদ মোমতায আলী খানঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
ইসলাম
সৃষ্টির বাহাদুরি - হোসনেআরা সুলতানাশিক্ষিকা, মাধবদী ওয়েস্টার্ন স্কুল, নরসিংদী।
তাবলীগী ইজতেমা - মুহাম্মাদ ইসমাঈল হোসাইন ধূরইল, মোহনপুর, রাজশাহী।
নৈতিকতার শিক্ষা - হাসান আলীপি-এইচ.ডি গবেষকইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ভাসাইও না সাগরে - এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
আরও
আরও
.