গত সংখ্যার সাধারণ জ্ঞান (শিক্ষা বিষয়ক)-এর সঠিক উত্তর
১। স্যার পি.জে. হার্টস। ২। স্যার এ.এফ. রহমান।
৩। মাগুরা। ৪। ৭টি।
৫। সিরাজগঞ্জ (৭ম, ১০ মে ২০০৩)।
৬। ১৯৯০ সালের জানুয়ারী মাসে।
গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর
১। বই ২। নৌকা, লঞ্চ ৩। রেললাইন
৪। কলস ৫। কলম।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (গণিত বিষয়ক)
১। দুই হাযার পাখি এক মণ ধান খায়, প্রতিটি পাখি কতটুকু পায়?
২। কোন পাত্রে ২৫ ও ১০ পয়সার ১২০টি মুদ্রা আছে। যার সমষ্টি ২৭ টাকা। কোন্ প্রকার মুদ্রার সংখ্যা কত?
৩। শ্রেণীতে যতজন ছাত্র-ছাত্রী প্রত্যেকে তত পয়সার চেয়ে ৪০ পয়সা বেশি করে দেওয়ায় ৬০ টাকা উঠল। ঐ শ্রেণীতে কতজন ছাত্র-ছাত্রী আছে?
৪। প্রতি বেঞ্চে ৪ জন করে বসলে ৩টি বেঞ্চ খালি থাকে, আবার ৩ জন করে বসলে ৬ জনকে দাঁড়িয়ে থাকতে হয় ঐ শ্রেণীর ছাত্র-ছাত্রী ও বেঞ্চ সংখ্যা কত?
৫। ১-১০০-এর মধ্যে কোন্ সংখ্যাটিকে উল্টালে পূর্ব ও পরের সংখ্যাটির পার্থক্য সবচেয়ে বেশি হবে এবং পার্থক্য কত?
সংগ্রহে : মুহাম্মাদ বাশীর আল-হেলাল
রামপুর, বিরল, দিনাজপুর।
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)
১। তোমার আমার একই রং
একই মোদের নাম,
জন্মেছি দু’বার বাপ-মা ছাড়া,
একই মোদের কাম।
২। গাছ নেই আছে পাতা
মুখ নেই বলে কথা।
৩। কোন্ সিন্দুকের চাবি নাই
কাটা ছাড়া উপায় নাই।
৪। গাছের উপর একটি ফল
ফলের উপর গাছ
কাটলে নামে রসের ঢল
উত্তর দাও আজ।
সংগ্রহে : আহমাদ সাইয়িদ আল-আশিক
নওদাপাড়া বাজার, রাজশাহী।
সোনামণি প্রশিক্ষণ
দর্শনপাড়া, মোহনপুর, রাজশাহী ২৫ ফেব্রুয়ারী শুক্রবার : অদ্য সকাল ৭-টায় দর্শনপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘে’ রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলার সভাপতি আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। প্রশিক্ষণ শেষে অত্র শাখা পুনর্গঠন করা হয়।
গাংজোয়ার, নওগাঁ, ১১ মার্চ শুক্রবার : অদ্য বাদ যোহর গাংজোয়ার নূরানী হাফেযিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার সভাপতি মাস্টার আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। প্রশিক্ষণে স্বাগত ভাষণ দেন অত্র মাদরাসার শিক্ষক হাফেয আবু কাওছার। প্রশিক্ষণ শেষে সোনামণি শাখা পুনর্গঠন করা হয়।
ছোট্টমণি
জাদীদা
জাগীর হোসেন একাডেমী, পাবনা
আমাদের বাড়ীতে এক ছোট্টমণি আছে
সারাদিন বায়না ধরে সে মামণির কাছে।
ভাত রাঁধলে খাবে না সে পোলাও দেওয়া চাই
সেটাও তাকে দেওয়া হ’লে আরেক দিকে ধায়।
স্বভাব যে তার খুবই লাজুক, নেই কোন ঝুটঝাট
ছোট্টমণি বায়নার জন্য মাঝে মাঝে মারে হাঁক।
নেই কোন তার হানাহানি নেই কোন উৎপাত
হাযার বায়না ধরলেও সে খায় শুধু দুধ ভাত।
লাগলে বাড়ীর কারো সাথে একটু ঝগড়া-ঝাটি
তার চেহারার কার্টুন এঁকে ভাঙ্গে যে তার আড়ি।
***