চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১. কোন ছাহাবী রাসূল (ছাঃ)-এর দু’কন্যা রুকাইয়্যা ও উম্মে কুলছূমের স্বামী ছিলেন?

২. মক্কা বিজয়ের দিন নবী করীম (ছাঃ) কার হাতে কা‘বা ঘরের চাবি দিয়েছিলেন?

৩. কোন ছাহাবী সম্পর্কে নবী করীম (ছাঃ) বলেন, তার পদযুগল ক্বিয়ামতের দিবসে ওহোদ পাহাড়ের চাইতে অধিক ভারী হবে?

৪. যে ছাহাবী স্বপ্নে আযান দেয়ার পদ্ধতি শিখেছিলেন তাঁর নাম কি?

৫. উম্মতে মুহাম্মাদীর মধ্যে সর্বাধিক দয়াশীল ব্যক্তি কে ছিলেন?

৬. কোন নারী জান্নাতবাসী রমণীদের সর্দার?

৭. কোন ব্যক্তি নবী করীম (ছাঃ)-এর চাচা হামযা (রাঃ)-কে ওহোদ যুদ্ধে শহীদ করেন এবং তিনি পরে মুসলমান হয়ে যান?

৮. জনৈক ছাহাবী যাতু সালাসিল যুদ্ধে স্বপ্নদোষের কারণে নাপাক হয়ে যান। কিন্তু পানি ভীষণ ঠান্ডা হওয়ার কারণে তিনি গোসল না করে তায়াম্মুম করেন। উক্ত ছাহাবীর নাম কি?

৯. কোন মহিলা ছাহাবীকে কুরআনের প্রহরী হিসাবে আখ্যা দেয়া হয়েছে?

১০. তায়াম্মুমের ঘটনা কোন মহিলা ছাহাবীর সাথে সম্পৃক্ত?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)

১. শিশু একাডেমী কত সালে প্রতিষ্ঠা লাভ করে?

২. শিল্পকলা একাডেমী কত সালে প্রতিষ্ঠিত হয়?

৩. বাংলা একাডেমী কত সালে প্রতিষ্ঠা লাভ করে?

৪. এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?

৫. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা লাভ করে?

৬. বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়?

৭. মোহামেডান লিটারেরি সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়?

৮. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা লাভ করে?

৯. কাউন্সিল অব এডুকেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?

১০. তত্তববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠা লাভ করে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

লাকড়াদিঘী, গোদাগাড়ী, রাজশাহী ১৬ই অক্টোবর রবিবার : অদ্য বাদ আছর লাকড়াদিঘী আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ রামাযান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও ‘সোনামণি’ রাজশাহী মহানগরের পরিচালক আসাদুল্লাহ আল-গালিব। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি নাছীরা খাতুন ও ইসলামী জাগরণী পরিবেশন করে শাকীল আহমাদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক ইমাম হুসাইন।

ঝিনা, গোদাগাড়ী, রাজশাহী ১৭ই অক্টোবর সোমবার : অদ্য বাদ আছর ঝিনা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী উপযেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা মাওলানা মুসলিমুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলদেশ’ গোদাগাড়ী উপযেলার সভাপতি মাওলানা জামালুদ্দীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি জাহিদুল ইসলাম। সঞ্চালক ছিলেন রাজশাহী পশ্চিম-সাংগঠনিক যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক ইমাম হুসাইন।

পিরুজালী, গাযীপুর সদর, গাযীপুর ১১ই নভেম্বর মঙ্গলবার : অদ্য সকাল ১১-টায় পিরুজালী শিকদার পাড়া মডেল ইবতেদায়ী মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মাদ আবুল কালাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র যেলা ‘যুবসংঘে’র সাবেক সহ-সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক রেযাউল করীম ও অত্র মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সা‘দিয়া আফরীন এবং সঞ্চালক ছিলেন অত্র যেলা ‘যুবসংঘে’র সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম।

তালপুকুরপাড়া, শাহমখদুম, রাজশাহী ২২শে নভেম্বর শুক্রবার : অদ্য বাদ ফজর তালপুকুরপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ বুরহানুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ সাবেক কেন্দ্রীয় পরিচালক ড. শিহাবুদ্দীন আহমাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বর্তমান সহ-পরিচালক রবীউল ইসলাম ও যয়নুল আবেদীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ছাক্বিবুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল আলীম।

সমসপুর, বাগমারা, রাজশাহী ৪ঠা ডিসেম্বর রবিবার : অদ্য বাদ আছর সমসপুর হাফিযিয়া ও ফুকানিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ হাটগাঙ্গোপাড়া এলাকার সাংগঠনিক সম্পাদক ও অত্র মাদরাসার শিক্ষক হাফেয বেলালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ মুনীরুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল্লাহ।






আরও
আরও
.