চাঁদমারী, পাবনা ৪ঠা মার্চ, শুক্রবার : অদ্য সকাল ১১-টায় পৈলানপুর, চাঁদমারী আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি যেলা পরিচালনা পরিষদ গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পাবনা যেলার সভপতি মুহাম্মাদ তারিক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে রফীকুল ইসলামকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট যেলা সোনামণি পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।







আরও
আরও
.