গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. সূরা মুলক।                    ২. সূরা ইখলাছ।

৩. সূরা ইখলাছ।                  ৪. সূরা কাফিরূন।

৫. সূরা কাহফের প্রথম ১০ আয়াত।

৬. সূরা সাজদা ও দাহার।        ৭. সূরা আ‘লা ও গাশিয়া।

৮. সূরা ফাতিহা।

৯. ছাহাবায়ে কেরামের স্মৃতিতে এবং চামড়ায়, হাড়ে, পাথরে ও গাছের পাতায় লিখিত অবস্থায়।

১০. আবুবকর (রাঃ)।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (হাদীছ বিষয়ক)

১. হাদীছ কাকে বলে?

২. হাদীছ কত প্রকার ও কি কি?

৩. মাকবূল হাদীছ কত প্রকার ও কি কি?

৪. মারদূদ বা অগ্রহণযোগ্য হাদীছ কত প্রকার ও কি কি?

৫. ছহীহ হাদীছ কাকে বলে?

৬. মারফূ হাদীছ কাকে বলে?

৭. জাল হাদীছ কাকে বলে?

৮. ছহীহ হাদীছ গ্রন্থ কয়টি ও কি কি?

৯. কোন দু’টি হাদীছ গ্রন্থকে ছহীহায়ন বলা হয়?

১০. ‘মুত্তাফাকুন আলাইহে’ বলতে কি বুঝানো হয়?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

সুরিটোলা, ঢাকা।

সোনামণি সংবাদ

সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০১৪

নওদাপাড়া, রাজশাহী ১৯শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় রাজশাহীর মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্রে্র পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১৪’ অনুষ্ঠিত হয়। সোনামণি’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী যেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মাদ মোশাররফ হোসাইন প্রধান।

সম্মেলনে উদ্বোধনী ভাষণ প্রদান করেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মাদ আমীনুল ইসলাম, ‘সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সালাফী, ‘সোনামণি’ রাজশাহী-উত্তর যেলা পরিচালক ডাঃ মুহাম্মাদ মুহসিন, সিরাজগঞ্জ যেলা পরিচালক আব্দুল মুমিন, জয়পুরহাট যেলা পরিচালক মুহাম্মাদ মুনঈম হোসাইন প্রমুখ। সম্মেলনে ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র বিভিন্ন যেলা দায়িত্বশীলগণ ছাড়াও ১২টি যেলার প্রায় সাত শতাধিক ‘সোনামণি’ অংশগ্রহণ করে। উক্ত সম্মেলনে বগুড়া যেলা সোনামণিদের উপস্থাপনায় ‘নির্বোধ বিচারক’ নামক একটি দর্শক নন্দিত রম্য সংলাপ পরিবেশিত হয় (সংলাপটির ভিডিও হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ বিক্রয় কেন্দ্র সমূহ থেকে সংগ্রহ করুন)। সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ‘সোনামণি’ মারকায এলাকার ‘হাসনাহেনা’ শাখার পরিচালক মুহাম্মাদ শহীদুল্লাহ।

বিশেষ অতিথি স্বীয় বক্তব্যে সংগঠনের উদ্যোগে শিশুদের গড়ে তোলার এরূপ সুন্দর উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ বিষয়ে সরকারী উদ্যোগসমূহ ব্যাখ্যা করেন। অতঃপর মাননীয় সভাপতি তাঁর সংক্ষিপ্ত ভাষণে বিশেষ অতিথিসহ বিভিন্ন যেলা থেকে আগত সুধীবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সোনামণিদের উন্নত ভবিষ্যতের জন্য দো‘আ করেন। অতঃপর জুম‘আর খুৎবায় তিনি শিশুদের গড়ে তোলার ধারাবাহিক পদক্ষেপ সমূহের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। (খুৎবাটি আত-তাহরীক-এর ওয়েবসাইট থেকে শুনুন)

সম্মেলনে ‘কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’২০১৪’-এর বিজয়ীদের মধ্যে মুহতারাম আমীরে জামা‘আত ও বিশেষ অতিথি জনাব মুশাররফ হোসাইন ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। উল্লেখ্য যে, কেন্দ্রীয় পর্যায়ে প্রতিযোগিতায় ১৫৩ জন বালক ও ৮০ জন বালিকা সহ মোট ২৩৩ জন সোনামণি অংশগ্রহণ করে। তন্মধ্যে ৩০ জন বিজয়ী হয়। বিজয়ীদের বিশেষ পুরস্কার ও অন্যান্যদের ‘উৎসাহ পুরস্কার’ দেওয়া হয়। নিম্নে বিজয়ীদের নাম উল্লেখ করা হ’ল :

১. হিফযুল কুরআন (মাখরাজসহ) ও হিফযুল হাদীছ (অর্থসহ) :

বালক গ্রুপ : ১ম- আব্দুল হাসীব (গাইবান্ধা), ২য়- রাসেল (বগুড়া), ৩য়- মিছবাহুদ্দীন (কুমিল্লা)।

বালিকা গ্রুপ : ১ম- আরীফা আখতার (বগুড়া), ২য়- খাদীজা (চাঁপাই নবাবগঞ্জ), ৩য়- জেসমীন আরা (রাজশাহী)।

২. আক্বীদা ও দো‘আ :                                                                                             

বালক গ্রুপ : ১ম- নাজমুন নাঈম (সাতক্ষীরা), ২য়- আব্দুল্লাহ (কুমিল্লা), ৩য়- আবু জাফর (কুষ্টিয়া)।

বালিকা গ্রুপ : ১ম- মারযিয়া খাতুন (সিরাজগঞ্জ), ২য়- রূমী খাতুন (রাজশাহী), ৩য়- কাযী মারিয়াম (রাজশাহী)।

৩. সাধারণ জ্ঞান :                                                                                                             

বালক গ্রুপ : ১ম- আব্দুল কাদের (চাঁপাই নবাবগঞ্জ), ২য়- আব্দুল মুমিন (বগুড়া), ৩য়- মাহমূদুল্লাহ রিয়ায (ঝিনাইদহ)।

বালিকা গ্রুপ : ১ম- মা‘ঈশা যামান (সিরাজগঞ্জ), ২য়- মুস্তাকীমা (দিনাজপুর), ৩য়- সুমী খাতুন (সিরাজগঞ্জ)।

৪. জাগরণী :

বালক গ্রুপ : ১ম- হাবীবুর রহমান (রাজশাহী), ২য়- ওমর ফারূক (রাজশাহী), ৩য়- আলমগীর হোসাইন (জয়পুরহাট)।

বালিকা গ্রুপ : ১ম- সানোয়ারা (বগুড়া), ২য়- নিশাত তাসনীম (রাজশাহী), ৩য়- তানযীলা খাতুন (রাজশাহী)।

৫. চিত্রাঙ্কন (প্রাণীবিহীন) :

বালক গ্রুপ : ১ম- আব্দুল্লাহ (চাঁপাই নবাবগঞ্জ), ২য়- মুহাম্মাদ নূরুল ইসলাম (দিনাজপুর), ৩য়- আব্দুর রহীম (রাজশাহী)।

বালিকা গ্রুপ : ১ম- মারযিয়া (পাবনা), ২য়- নাহিদা আখতার (দিনাজপুর), ৩য়- উম্মে আতিয়া (বগুড়া)।

হরিপুর, বাগমারা, রাজশাহী ৪ঠা অক্টোবর শনিবার : অদ্য বাদ আছর হরিপুর উত্তর পাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সোনামণি হাটগাঙ্গোপাড়া এলাকার সহ-পরিচালক ইসমাঈল আলম ও সমসপুর আহলেহাদীছ জামে মসজিদ শাখার পরিচালক খায়রুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বেলঘরিয়াহাট ফাযিল মাদরাসার ছাত্র হাফেয মাঈনুল ইসলাম।






আরও
আরও
.