গত সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)-এর সঠিক উত্তর
১. সরাসরি পর্দাবিহিন ও দোভাষী ব্যতীত কথা বলবেন (বুখারী হা/৭৪৪৩)।
২. ‘তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি (সালাম) শান্তি’ (রা‘দ ১৩/২৪)।
৩. সুবহানাকা আল্লাহুম্মা (হে আল্লাহ! তুমি মহান পবিত্র) (ইউনুস ১০/১০)।
৪. আলহামদুলিল্লাহি রবিবল আলামীন (সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপিালক আল্লাহর জন্য) (ইউনুস ১০/১০)।
৫. তাদের লক্ষণ দেখে চিনবে (আ‘রাফ ৭/৪৯)।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (ভৌগলিক প্রশ্ন)-এর সঠিক উত্তর
১. ইয়াংসিকিয়াং, চীনে। ২. বৈকাল হরদ, সাইবেরিয়া, রাশিয়া।
৩. কাস্পিয়ান, এশিয়া-ইউরোপ। ৪. টিটিকাকা, বলিভিয়ায়।
৫. মারেডালিয়া।
সোনামণি সংবাদ
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০১৭
নওদাপাড়া, রাজশাহী ১৫ই সেপ্টেম্বর শুক্রবার : অদ্য সকাল ৯-টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়াস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্সের পূর্ব পার্শ্বস্থ ময়দানে ‘সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০১৭’ অনুষ্ঠিত হয়। ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ‘সোনামণি’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তবে তিনি অসুস্থ থাকায় তাঁর প্রতিনিধিত্ব করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর সাবেক সাধারণ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ ছাক্বিব। প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ এদেশের সার্বিক ব্যবস্থাকে পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে ঢেলে সাজানোর আন্দোলন। এ সংগঠন এদেশে চারটি ধারায় কাজ করে যাচ্ছে। এর মধ্যে সর্বকনিষ্ঠ অথচ গুরুত্বপূর্ণ হচ্ছে ‘সোনামণি’। কেননা আজকের সোনামণিরাই আগামী দিনে দেশ ও জাতির কর্ণধার। তাদেরকে রাসূলুল্লাহ (ছাঃ)-এর আদর্শে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্যই সোনামণি সংগঠনের প্রতিষ্ঠা। তিনি বলেন, প্রত্যেক মানব শিশু ফিৎরাতের উপরে জন্মগ্রহণ করে। অতঃপর তার পিতা-মাতা তাকে ইহূদী, খ্রিষ্টান ও অগ্নি উপাসক বানায়। তাই অভিভাবক হিসাবে আমাদের উচিত সোনামণিদেরকে সঠিক পথে পরিচালনা করা। পরিশেষে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, বিজয়ী সোনামণি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের কনসালটেন্ট অর্থোপেডিক ডা. মুহাম্মাদ হেলালুদ্দীন, গ্যালাক্সি মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, তেরখাদিয়া, রাজশাহী-এর পরিচালক ডা. খন্দকার হালীমুয্যামান ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (এমএস কোর্স), জেনারেল সার্জারীর চিকিৎসক ডা. মুহাম্মাদ আব্দুল মতীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘সোনামণি’র পৃষ্ঠপোষক ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশীদ আখতার, সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান, ড. শিহাবুদ্দীন আহমাদ, কুমিল্লা সাংগঠনিক যেলা পরিচালক আতীকুর রহমান, জয়পুরহাট সাংগঠনিক যেলা পরিচালক আব্দুল মুন‘ইম প্রমুখ। সম্মেলনে ‘আন্দোলন’, ‘যুবসংঘ’ ও ‘সোনামণি’র কেন্দ্রীয় ও যেলা দায়িত্বশীলগণ এবং ১৬টি যেলার বিপুল সংখ্যক সোনামণি অংশগ্রহণ করে। সম্মেলনে সোনামণিদের মধ্য থেকে আরবী, ইংরেজী ও বাংলা ভাষায় বক্তব্য উপস্থাপন করা হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও সোনামণি’র পরিচিতি সম্পর্কে বক্তব্য প্রদান করে আরবী ভাষায় মাযহারুল ইসলাম (নওগাঁ) ও ইংরেজী ভাষায় ইবরাহীম (গাইবান্ধা)। মুহতারাম আমীরে জামা‘আতের দরসে কুরআন ‘মূল্যবোধের অবক্ষয় ও আমাদের করণীয়’ (মাসিক আত-তাহরীক, আগস্ট ২০১৭) সম্পর্কে বাংলায় বক্তব্য দেয় আবু বকর (জয়পুরহাট)। প্রতিযোগিতার সিলেবাসভুক্ত ‘আক্বীদা’ অংশ পড়ে শুনায় মুনাওয়ারুল ইসলাম (সাতক্ষীরা) ও ১০টি হাদীছ মুখস্থ পাঠ করে রিযওয়ান (দিনাজপুর)। সম্মেলনে সঞ্চালক ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। সম্মেলনে ‘কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭’-এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ্য যে, কেন্দ্রীয় পর্যায়ে প্রতিযোগিতায় ১৪০ জন বালক ও ৭০ জন বালিকা সহ মোট ২১০ জন সোনামণি অংশগ্রহণ করে। তন্মধ্যে ৪৪ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার ও অন্যদের উৎসাহ পুরস্কার দেওয়া হয়। নিম্নে প্রতিযোগিতার বিষয় ও বিজয়ীদের নাম উল্লেখ করা হ’ল :
১. হিফযুল কুরআন তাজবীদসহ ২৯ ও ৩০ তম পারা।
বালক গ্রুপ : ১ম : আব্দুল্লাহ (বগুড়া), ২য় : আব্দুর রহমান (বগুড়া), ৩য় : ফাহীম ফায়ছাল (মেহেরপুর)।
বালিকা গ্রুপ : ১ম : মাহদিয়া (চাঁপাই নবাবগঞ্জ), ২য় : শাজিয়া জাহান শেফা (চাঁপাই নবাবগঞ্জ), ৩য় : সীমানুর (বগুড়া)।
২. হিফযুল কুরআন (সূরা নিসা ৫৯, বনু ইস্রাঈল ২৩-২৫, হজ্জ ২৩-২৪ ও তাহরীম ৬ নং আয়াত) মাখরাজ ও অর্থসহ এবং হিফযুল হাদীছ (১০টি) অর্থসহ।
বালক গ্রুপ : ১ম : রিযওয়ান (দিনাজপুর), ২য় : মুনারুল ইসলাম (সাতক্ষীরা), ৩য় : মুহাম্মাদ সোহাগ হাসান (ঢাকা) ও শরীফুল ইসলাম (কুমিল্লা)।
বালিকা গ্রুপ : ১ম : তামান্না তাসনীম (কুড়িগ্রাম), ২য় : তাসলীমা (বগুড়া), ৩য় : ফিরোজা (নাটোর) ও সুমাইয়া খাতুন (সাতক্ষীরা)।
৩. দো‘আ
বালক গ্রুপ : ১ম : মাহমূদুল হাসান (গাইবান্ধা), ২য় : ইমরান (বগুড়া), ৩য় : রিযওয়ান (দিনাজপুর)।
বালিকা গ্রুপ : ১ম : সাজেদা (কুমিল্লা), ২য় : ফিরোযা (নাটোর), ৩য় : ফাতেমা (রাজশাহী)।
৪. সাধারণ জ্ঞান
বালক গ্রুপ : ১ম : সামীউল ইসলাম (বগুড়া), ২য় : রিযওয়ান (দিনাজপুর), ৩য় : শাহাদত ইসলাম (দিনাজপুর) ও মু‘তাছিম বিল্লাহ (নওগাঁ)।
বালিকা গ্রুপ : ১ম : হুমায়রা (রাজশাহী), ২য় : রুকাইয়া খাতুন (রাজশাহী), ৩য় : মুনীরা (সিরাজগঞ্জ) ও শারমীন আখতার (রাজশাহী)।
৫. সোনামণি জাগরণী
বালক গ্রুপ : ১ম : আলে-ইমরান (রাজশাহী), ২য় : শাহরিয়ার ইসলাম (কুমিল্লা), ৩য় : আরাফাত (সাতক্ষীরা)।
বালিকা গ্রুপ : ১ম : আয়েশা (বগুড়া), ২য় : বিলকীস (বগুড়া), ৩য় : নাছরীন (রাজশাহী) ও সাবীহা খাতুন (বগুড়া)।
৬. প্রতিযোগিতার বিষয় : হস্তাক্ষর প্রতিযোগিতা আরবী ও বাংলা
বালক গ্রুপ : ১ম : আব্দুল কাদের (বগুড়া), ২য় : মুহাম্মাদ মাহদী (কুমিল্লা), ৩য় : ফায়ছাল মাহমূদ (রাজশাহী)।
বালিকা গ্রুপ : ১ম : তামান্না তাসনীম (কুড়িগ্রাম), ২য় : হুমায়রা (রাজশাহী), ৩য় : ফাতেমা (রাজশাহী)।
৭. রচনা প্রতিযোগিতা (পরিচালকদের জন্য) : বিষয়- সেবা, ভালবাসা ও আনুগত্যের মাধ্যমে নিজেকে আদর্শ হিসাবে গড়ে তোলা।
১ম : আসাদুল্লাহ আল-গালিব (রাজশাহী), ২য় : আব্দুল হাসীব (খুলনা), ৩য় : আবু রায়হান (চাঁপাই নবাবগঞ্জ)।