কেন্দ্রীয় প্রশিক্ষণ সমাপ্ত

‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর উদ্যোগে কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাধারণ পরিষদ সদস্য ও যেলা কর্মপরিষদ সদস্য সমন্বিত কেন্দ্রীয় প্রশিক্ষণ তিন ব্যাচে গত ৯-১০, ১৬-১৭ ও ২৩-২৪ জুন রোজ বৃহস্পতি ও শুক্রবার দারুল ইমারত আহলেহাদীছ, নওদাপাড়া, রাজশাহীতে অনুষ্ঠিত হয়। ১ম দিন বৃহস্পতিবার সকাল ৯-টায় শুরু হয়ে ২য় দিন শুক্রবার জুম‘আ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রশিক্ষণ অব্যাহত থাকে। ১ম ব্যাচে গত ৯-১০ জুন তারিখে অংশগ্রহণকারী যেলা সমূহ ছিল- ঢাকা, গাযীপুর, নরসিংদী, টাঙ্গাইল, জামালপুর ও রাজশাহী। ২য় ব্যাচে ১৬-১৭ জুন অংশগ্রহণকারী যেলা সমূহ ছিল- সাতক্ষীরা, খুলনা, যশোর, পিরোজপুর, কুষ্টিয়া-পূর্ব, কুষ্টিয়া-পশ্চিম, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও চট্টগ্রাম। ৩য় ব্যাচে গত ২৩-২৪ জুন অংশগ্রহণকারী যেলা সমূহ ছিল- চাঁপাই নবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা-পশ্চিম, দিনাজপুর-পূর্ব, দিনাজপুর-পশ্চিম, রংপুর, লালমণিরহাট, নওগাঁ, জয়পুরহাট ও বাগেরহাট।

মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে পূর্ব নির্ধারিত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ, অর্থ সম্পাদক বাহারুল ইসলাম, দফতর সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম, ‘আন্দোলন’-এর মজলিসে শূরা সদস্য ডঃ এ.এস.এম আযীযুল্লাহ, অধ্যাপক ফারূক আহমাদ ও মাওলানা জাহাঙ্গীর আলম, ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে ‘আন্দোলন’-এর ‘সাধারণ পরিষদ সদস্য’ ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, ঢাকা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আমানুল্লাহ বিন ইসমাঈল প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন।

কুড়িগ্রাম-উত্তর যেলা গঠন

কুড়িগ্রাম ১৪ জুন মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার নাগেশ্বরী থানাধীন ডাঙ্গির পাড় আহলেহাদীছ জামে মসজিদে কুড়িগ্রাম-উত্তর যেলা গঠন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। আলহাজ্জ সফরুদ্দীন ছাহেবের সভাপতিতে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমণিরহাট যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা মুন্তাযির রহমান। সমাবেশে যেলার ধরলা নদীর উত্তরাংশের চারটি থানা নাগেশ্বরী, ফুলবাড়ী, ভূরুঙ্গামারী ও কচাকাটাকে নিয়ে কুড়িগ্রাম-উত্তর যেলা গঠন করা হয়। আলহাজ্জ আযীযুল হক (নাগেশ্বরী)-কে সভাপতি ও জনাব সোহরাব হোসাইন (ফুলবাড়ী)-কে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট যেলা কমিটি গঠন করে প্রধান অতিথি তাদের  শপথ বাক্য পাঠ করান। এ সময়ে তিনি দাওয়াতী কাজের গুরুত্ব তুলে ধরে সকলকে সংগঠনভুক্ত হয়ে আহলেহাদীছ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।

আলোচনা সভা

স্বরূপকাঠি, পিরোজপুর ২ জুন বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব যেলার স্বরূপকাঠি থানাধীন সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পিরোজপুর যেলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আব্দুল হামীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুর রশীদ আখতার।

যুবসংঘ কমিটি গঠন

স্বরূপকাঠি, পিরোজপুর ৩ জুন শুক্রবার : অদ্য সকাল ৯-টায় সোহাগদল আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পিরোজপুর যেলার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক আব্দুল হামীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুর রশীদ আখতার। অনুষ্ঠানে মুহাম্মাদ তাওহীদকে সভাপতি ও হাসীবুয্যামানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট পিরোজপুর যেলা কমিটি পুনর্গঠন করা হয়।

আলোচনা সভা

সিঙ্গাপুর, ১ মে রবিবার : অদ্য বাদ যোহর সিঙ্গাপুরের ঐতিহাসিক সুলতান জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল হালীম (কুমিল্লা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য পেশ করেন ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুওয়াযযম (বগুড়া), ফাকীরুল ইসলাম (মেহেরপুর), হাফেয শু‘আইব (কুমিল্লা), মুহাম্মাদ হাবীব (রাজশাহী), আব্দুল্লাহ আল-মানছূর (টাঙ্গাইল), আতাউর রহমান (সিরাজগঞ্জ) প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’ সিঙ্গাপুর শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকীত। অনুষ্ঠানে নতুন আহলেহাদীছদের মধ্য থেকে বক্তব্য পেশ করেন, মুহাম্মাদ আলী (চুয়াডাঙ্গা) ও মুহাম্মাদ আতীকুর রহমান (কুমিল্লা)। জাগরণী পেশ করে মুহাম্মাদ সাজু (মেহেরপুর), মুহাম্মাদ আসীফ (জয়পুরহাট), আতাউর রহমান (সিরাজগঞ্জ) ও মুওয়াযযম (বগুড়া)।

বক্তাগণ সর্বাবস্থায় পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী নিজেদের ঈমান-আক্বীদা ও আমল গড়ে তোলার আহবান জানান। তারা বলেন, জীবনের সকল ক্ষেত্রে কেবল কুরআন ও ছহীহ হাদীছ মেনে চলার মধ্যেই রয়েছে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। অনুষ্ঠানে অর্ধশতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

যশোর ২০ মে শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ যশোর সাংগঠনিক যেলার উদ্যোগে যশোর টাউন আহলেহাদীছ জামে মসজিদে এক কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় সাহিত্য ও পাঠাগার সম্পাদক এবং যশোর যেলা ‘আন্দোলন’-এর সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি মুযাফফর বিন মুহসিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আকবার হোসাইন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আব্দুস সালাম, যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা বযলুর রশীদ প্রমুখ। উল্লেখ্য, সমাবেশে মুহাম্মাদ আব্দুস সালামকে সভাপতি ও যিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২০১১-২০১৩ সেশনের যশোর যেলা ‘যুবসংঘে’র কর্মপরিষদ পুনর্গঠন করা হয়।

মহিলা সমাবেশ

ঝাড় আমবাড়ী, পীরগঞ্জ, রংপুর, ৪ মে ২০১১ শুক্রবার : অদ্য রাত সাড়ে ৯-টায় ঝাড় আমবাড়ী দারুস সালাম মহিলা হাফেযিয়া মাদরাসা ও ইয়াতীম খানায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।  ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রংপুর যেলার সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুর রকীব ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক মুহাম্মাদ বযলুর রহমান।






আরও
আরও
.