সম্প্রতি ভারতের দিল্লীতে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। জন্মদাত্রী  মা রাযী না হওয়ায় বিরল নযীর স্থাপন করে পুত্রবধূকে কিডনী দান করে নতুন প্রাণ দিলেন তার শাশুড়ী। ভারতের সমাজ ব্যবস্থার হিসাবে সম্পূর্ণ বিপরীতধর্মী ঘটনা বাস্তবে ঘটিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন শাশুড়ী ‘বিমলা’। পশ্চিম দিল্লীর উত্তম নগরের বাসিন্দা ৩৬ বছরের গৃহবধূ ‘কবিতা’ দীর্ঘদিন ধরেই কিডনীর সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার কিডনী প্রতিস্থাপনের জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। কবিতার মা প্রথমে নিজের মেয়েকে কিডনী দান করতে চাইলেও আচমকা তিনি বেঁকে বসেন। এমন সময় বৌমাকে কিডনী দিতে রাযী হয়ে যান তাঁর শাশুড়ী। শেষমেশ ৬৫ বছরের বিমলার কিডনীতেই নতুন জীবন পান কবিতা। ঘটনার পর হাসপাতালটির নেফ্রোলজি বিভাগের প্রধান সুনীল প্রকাশ বলেন, এটা একেবারেই বাস্তব ঘটনা। যা সত্যিই বিরল।







আরও
আরও
.