মুমতায আলী খাঁন

ঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।

দুর্ভোগ ঘটিবে প্রত্যেক নিন্দুকের

সামনে পিছনে দোষ খোঁজে যাহারা লোক সকলের।

এমনই কৃপণ সে ধন-মাল জমা রাখিয়া

বারবার দেখে তাই গুনিয়া গুনিয়া।

মনে ভাবে এইসব যাহা কিছু আছে

রহিবে বুঝি চিরকাল তাহারই কাছে।

কখনো নয়, সে নিক্ষিপ্ত হইবে কঠিন হুত্বামায়

পিষ্ট হইয়া কাতরাইবে ভীষণ যন্ত্রণায়।

হে নবী! জান কি, হুত্বামাহ কাহার নাম?

হুত্বামাহ হইল আল্লাহর প্রজ্জ্বলিত বিশেষ জাহান্নাম।

তাহাতে পুড়িবে ঐ ব্যক্তি হিংসুক অন্তর যাহার

কথার আঘাতে মানুষের হৃদয় করিত চুরমার।

উত্তপ্ত সে জাহান্নামের দরজা থাকিবে অাঁটিয়া

লম্বা খুঁটিতে বাঁধিবে শাস্তির ডান্ডাবেড়ী দিয়া।






আরও
আরও
.