-মাখন চন্দ্র রায়

সহকারী শিক্ষক, ছাতিয়ানগড় স্কুল এন্ড কলেজ

পাকেরহাট, খানসামা, দিনাজপুর।

শিক্ষা দিলেই হয় না শিক্ষক, থাকা চাই প্রশিক্ষণ

বি.এড করতে এসে সে জ্ঞান হ’ল মোর অর্জন।

সব কাজেতে প্রয়োজন আছে পরস্পরের সখ্যতা

তবেই বাড়বে তোমার-আমার পেশাগত দক্ষতা।

উপকরণ প্রশ্নোত্তর থাকবে কাজ দলীয়

শিক্ষক নন, শিক্ষার্থীরাই ক্লাসে থাকবে সক্রিয়।

রাঙা-চোখ আর বেত্রাঘাত মেধা বিকাশে অন্তরায়

শিশু-আদর ভালবাসায় সৃজনশীলতা বৃদ্ধি পায়।

শিক্ষার্থীদের শিক্ষা দিব পাঠপরিকল্পনা অনুযায়ী

শিখন-শিক্ষণ আচরণিক তবেই হবে স্থায়ী।

শিশুরা সব ফুলের চারা মোরা হ’লাম মালী

বিদ্যালয়ের ফুল বাগানে ফুল ফোটাবো খালি।






আরও
আরও
.