আব্দুল খালেক
খান হোমিও হল, তালা, সাতক্ষীরা।
না থাক শাড়ী মাথায় কাপড় কিবা আসে যায়
করোনার ভয়ে মাস্কটা মুখে অবশ্যই থাকা চাই।
মাস্ক না দিলে পিটায় পুলিশ পিটায় জনগণ
বেপর্দাতে পিটায় না কেউ রুষ্ট রহমান।
কষ্ট আমার নষ্ট মনের মানুষ ভুবন ভরা
দেখ না ভেবে এখন ভবে সবে সর্বহারা।
যায় না দেখা আল্লাহর ভয়ে ভীত মানব মন
ভয় করে না সৃজনকারীর নাম যে রহমান।
ভয় কেন গো মুমিন যদি মরে করোনায়
শাহাদতের মর্যাদা পাবে দুঃখ কিছু নাই।
হাতের কামাই আযাব-গযব জানে বিজ্ঞজন
রবের কাছে পাপের তরে ক্ষমা চাও অনুক্ষণ।
ভাব সবে আবাস তলে মাথায় রেখে হাত
সৎআমল করলে তবে মিলবে যে নাজাত।
হাতে হাতে মেলায় না হাত করোনার-ই ভয়
করোনা যে পাপের ফসল একথা কে কয়?
আসুন সবে মনটা আগে করি পরিস্কার
সিজদাতে চাই রবের রহম তওবা বারে বার।