বিশাল এই জনারণ্যে পুরুষ সেই জন,
দৃঢ় চরিত্র যার কঠোর সংযম।
স্থির চিত্ত সদা যে অবিচলিত মন,
সুখে-দুঃখে সমভাব নির্ভিক চলন।
পরের অকল্যাণে বড় মর্মাহত হয়,
হিংসা-দ্বেষ কভু নেই নির্মল হৃদয়।
রিপুর তাড়নে নয় পরাজিত মন,
ক্ষমা গুণ তার মাঝে রয় সর্বক্ষণ।
সদা সত্য ন্যায়নিষ্ঠ করে সুবিচার
তাপি জন শান্তি পায় সংস্পর্শে তার।
দেহ প্রকোষ্ঠে যার জ্ঞান দ্বীপ জ্বলে
মহামতি সেইজন পুরুষ তারে বলে।
-কেশব লালশীল
বড়গলি, ঘোড়াঘাট, দিনাজপুর।