আল-কুরআনের সৈনিক মোরা, নেই কো মোদের ভয়,

কুরআন বুকে আমরা আবার করব বিশ্ব জয়।

এই দুনিয়ায় আসবে আবার ইসলামী সংবিধান,

মিটে যাবে দুনিয়া থেকে শিরক-বিদ‘আতের নিশান।

বিজয় নিশান উড়িয়ে দেব,

উচু কবর ধ্বসিয়ে দেব,

ছবি-মুর্তি গুড়িয়ে দেব দুনিয়ার বুক থেকে,

হকের আওয়াজ ছড়িয়ে দেব ধরার চতুর্দিকে।

হকের পথে যত বাঁধা আসে আসুক না,

শেষ সম্বল নদীর স্রোতে ভাসে ভাসুক না,

মহান রবের নুছরাহ পাবো,

উঁচু সিনায় এগিয়ে যাবো,

দুনিয়া মোদের রণক্ষেত্র, নেই আমাদের ভয়,

কুরআন বুকে আমরা আবার করব বিশ্ব জয়।

-মাহফূযুর রহমান, গোমস্তাপুর, চাপাইনবাবগঞ্জ।








আরও
আরও
.