না পারে পোড়াতে অগ্নি নবী ইবরাহীমে (আঃ)

স্মরে ছিল বিপদকালে অনন্ত অসীমে।

ভষ্মীভূত হ’ল কাষ্ঠ নিষিক্ত ছাইয়ে

অক্ষত জীবন ছিল নহে শবদাহে।

সত্যের মূর্তি যেথায় বিকশিবে ভবে

সেথায় কি রব কভু নীরব হয়ে রবে।

যে অগ্নি সবার জন্য দীপ্ত তেজস্মিনী

সে রবের হুকুম পেয়ে হয়ে গেল পানি।

নয় অতীত, এখন, নয় ভবিষ্যৎ

সর্বকালে রব যিনি মহীয়ান মহৎ।

তাকে ছাড়া অন্যে যবে স্মরে নিরঞ্জন

সুখাসিক্ত হবে রিক্ত মর্তে অপমান।

অস্থাচল জীবনাশনে সন্তান গমন

সন্তান সহ অর্ধাঙ্গীনি ত্যাগে মরুদ্যান।

এক যুগ পরে রব ডাকে ইবরাহীম

কুরবানী কর যাহা দিয়েছি আদিম।

হুকুম সে আহাদ হ’তে দানিতে কুরবান

সর্বশ্রেষ্ঠ ধন যাহা পেয়েছ যমীন।

দশদিক অবলোকে পঞ্চান্দ্রিয় কয়

ইসমাঈল ছাড়া আর কে আছে হেথায়।

ডা. আব্দুল খালেক

পাটকেলঘাটা, তালা, সাতক্ষীরা।






আরও
আরও
.