কক্সবাজার ১৫ই মার্চ, বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব কক্সবাজার যেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাহাড়তলী আহলেহাদীছ জামে মসজিদে আয়োজিত সুধী সমাবেশ প্রশাসনের অনুমতি না পাওয়ায় যেলা ‘আন্দোলন’-এর সাবেক সাধারণ সম্পাদক জনাব আবূদাঊদ চৌধুরীর বাড়ীর প্রশস্ত হল রুমে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুহতারাম আমীরে জামা‘আত উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সমাজ গড়ে তোলার জন্য আসুন সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাই।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, পাহাড়তলী আহলেহাদীছ জামে মসজিদের খতীব ও যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা নাজমুল। সমাবেশে যেলা ‘আন্দোলন’-এর দায়িত্বশীল, কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে জুম‘আর খুৎবা :

পরদিন ১৬ই মার্চ শুক্রবার সকাল ৬-টায় মুহতারাম আমীরে জামা‘আত মাইক্রোযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন কক্সবাজার যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলাম, সাধারণ সম্পাদক মুজীবুর রহমান ও ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন প্রমুখ। অতঃপর তিনি চট্টগ্রাম মহানগরীর উত্তর পতেঙ্গা স্টীল মিল বাজার সংলগ্ন হোসেন আহমদ পাড়ায় (রহম আলী সওদাগর গলি) গেটের বিপরীতে মুন বেকারীর গলিতে অবস্থিত বায়তুর রহমান আহলেহাদীছ জামে মসজিদে জুম‘আর খুৎবা প্রদান করেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন যেলার ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর কর্মীদের অনেকেই চট্টগ্রাম পৌঁছে উক্ত মসজিদে জুম‘আর ছালাত আদায় করেন এবং অনেকে যানজটের কারণে জুম‘আর পরে পৌঁছেন। চারতলা বিশিষ্ট জামে মসজিদের পুরোটাই সফরকারী ও মুছল্লীতে ঠাসা ছিল। ছালাতের পর মসজিদের নীচতলায় চট্টগ্রাম যেলা ‘আন্দোলন’-এর ব্যবস্থাপনায় সফরে আগত মেহমানদের আতিথেয়তা প্রদান করা হয়।







আরও
আরও
.