(১) অন্যতম সীরাত গ্রন্থ ‘আর-রহীকুল মাখতূম’-এর অনুবাদক মাওলানা আব্দুল খালেক রহমানী গত ১৬ জানুয়ারী সন্ধ্যা ৭-টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন মোল্লাপাড়া-ঠাকুরমারা গ্রামে নিজ বাড়ীতে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। তার দু’টি কিডনীই বিকল হয়ে গিয়েছিল দীর্ঘ ৫ বৎসর যাবত তিনি অন্ধ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মাওলানা আব্দুল খালেক রহমানী কর্মজীবনে রাজশাহী যেলার শিতলাই আলিম মাদরাসা, তানোর চিনাশো ফাযিল মাদরাসা, রাজশাহী শহরের তালাইমারী দারুল উলূম আলিম মাদরাসার সুপার, সিরাজগঞ্জ যেলার কামারখন্দ সিনিয়র ফাযিল মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল এবং জামালপুর যেলার আরাম নগর কামিল মাদরাসার হেড মুহাদ্দিছ হিসাবে কর্মরত ছিলেন। পর দিন বেলা ২-টায় মাওলানা ছানাউল্লাহর ইমামতিতে মোল্লাপাড়া-ঠাকুরমারা জান্নাতুল ফেরদৌস গোরস্থানে তার জানাযা ছালাত অনুষ্ঠিত হয় এবং উক্ত গোরস্থানেই দাফন করা হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ডঃ মুহাম্মাদ আসাদুল্লাহ সহ ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার শিক্ষক ও ছাত্রগণ এবং বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁর জানাযায় শরীক হন।

(২) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ খুলনা যেলার ডুমুরিয়া থানাধীন বরুনা শাখার সাধারণ সম্পাদক ইসহাক আলী বিশ্বাস (৬৮) গত ১২ ডিসেম্বর’১০ তারিখ রাত ৯-টায় ব্রেইন স্ট্রোক করে বরুনা বাজারের একটি ক্লিনিকে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে যান। পরদিন বেলা ১১-টায় মাওলানা আল-আমীনের ইমামতিতে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

(৩) ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী যেলার গোদাগাড়ী এলকার সাবেক সভাপতি মাওলানা আইনুদ্দীন (৭০) গত ২ ফেব্রুয়ারী’১১ বুধবার দুপুর ২-টায় মহিষালবাড়ী রেল বাজারের নিজ বাড়ীতে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেঊন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে যান। একই দিন বাদ এশা (৮-৩০মিঃ) আব্দুছ ছামাদ সালাফীর ইমামতিতে মহিষালবাড়ী গোরস্থানে তার জানাযার ছালাত অনুষ্ঠিত হয় এবং উক্ত গোরস্থানে দাফন করা হয়। তার জানাযায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর পক্ষ হ’তে কেন্দ্রীয় প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ডঃ মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স, নওদাপাড়ার কয়েকজন শিক্ষক যোগদান করেন।

[আমরা তাদের রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। -সম্পাদক] 






সুধী সমাবেশ
ইসলামী সম্মেলন; এলাকা সম্মেলন; প্রশিক্ষণ; মাসিক ইজতেমা
কক্সবাজার সফরের অন্যান্য সংবাদ
সুধী সমাবেশ
যেলা সম্মেলন \ ময়মনসিংহ (সার্বিক জীবনে আল্লাহর ইবাদতে ব্রতী হৌন!) - -মুহতারাম আমীরে জামা‘আত
যেলা সম্মেলন : খুলনা (নবী-রাসূলদের দেখানো পথ অনুসরণ করুন!)
প্রশিক্ষণ (আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ)
আহলেহাদীছ আন্দোলন জান্নাতের পথ দেখানোর আন্দোলন (যেলা সম্মেলন : সাতক্ষীরা ২০২৩) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
প্রশিক্ষণ
সোনামণি
সংগঠন সংবাদ
মৃত্যু সংবাদ : মুমতাযুদ্দীন (কক্সবাজার মহানগরীর কর্মী), জনাব মাষ্টার হাশিমুদ্দীন সরকার (কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি ও শূরা সদস্য)
আরও
আরও
.