দুনিয়াটা ভাসছে আজি মাযহাব-ফিরক্বার বানে

ফিরক্বা ছেড়ে দ্বীনের কথা কেহ নাহি শোনে।

ফিরক্বা-মাযহাব কোথায় পেল কোন যুগে কোন কালে?

চারশ’ বছর পরে তা হয় মনীষীরা গেল বলে।

আল্লাহ বলেন, দ্বীনের রজ্জু শক্ত করে ধরো

এক হয়ে সব আল্লাহর পথে সফল জীবন গড়ো।

ফিরক্বা-মাযহাব গড়ল যারা দ্বীন চ্যুত হ’ল তারা

মনগড়া সব ধর্মটারে করল সবাই ওরা।

সাবধান বাণী বললেন নবী তিহাত্তর দল হবে

একদল শুধু কিয়ামতে জান্নাত লাভ করবে।

একই ইসলাম একই ধর্ম একই বিধান তাই

একটা ছাড়া দুই কে ছোঁয়ার কোন উপায় নাই।

আল্লাহ বলেন, ইসলাম ভেঙ্গে যারা টুকরো টুকরো করে

তারা সবাই ইসলাম ছেড়ে গেল অনেক দূরে।

মুখের বুলি আসবে নাকো তাদের কোন কাজে

দল ছেড়ে সব ছলকারীদের সবই মিথ্যা বাজে।

দিন থাকিতে ফিরে এসো এককে সবাই ছুঁই

মুসলিম হয়ে ছুঁইবো না কেউ এক ছাড়া ঐ দুই।

ফিরক্বা-মাযহাব সবাই ছাড় কুরআন-হাদীছ অাঁকড়ে ধরো

কিয়ামতের কঠিন দিনে নাজাত যদি চাও

প্রাণ থাকিতেই অহি-র বিধান সবাই মেনে নাও।







আরও
আরও
.