গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর
গত সংখ্যার মেধা পরীক্ষা (দৈনন্দিন বিজ্ঞান)-এর সঠিক উত্তর
১। মানবজাতি। ২। সূরা বারআত ও সূরা নামল।
৩। মারিয়াম। ৪। যায়েদ (রাঃ)-এর।
৫। আয়েশা (রাঃ); সূরা নূর।
১। তাল ২। কাতার। ৩। কাঠ।
৪। বাবা, ছেলে ও পৌত্র। ৫। ময়দান।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)
(১) উপমহাদেশে ‘বাবুল ইসলাম’ কাকে বলা হয়?
(২) সমগ্র মানবজাতির পিতৃভূমি কাকে বলে?
(৩) ‘বাবুল মক্কা’ কাকে বলে?
(৪) ভারতের গুজরাটকে কেন ‘বাবুল মক্কা’ বলা হয়?
(৫) বাংলাদেশে ‘বাবুল ইসলাম’ কাকে বলে?
সংগ্রহে : বযলুর রহমান
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
যাদু নয় বিজ্ঞান
হিজরী সনকে খৃষ্টাব্দে রূপান্তর করার কৌশল :
যেমন ১৪৩৫ হিজরীতে খ্রীষ্টীয় সন কত হবে? উল্লিখিত নিয়মানুযায়ী-
(ক) ১৪৩৫৩৩ = ৪৩ (এখানে ভাগশেষ ১৬ ধর্তব্য নয়)।
(খ) ১৪৩৫-৪৩ =১৩৯২
(গ) ১৩৯২+৬২২= ২০১৪
এই যোগফল তথা ২০১৪ই হ’ল কাঙ্খিত খৃষ্টাব্দ। এভাবে পূর্বের সালও বের করা যাবে। সোনামণিরা চেষ্টা করে দেখ।
সংগ্রহে : আব্দুর রশীদ
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
সোনামণি সংবাদ
ডাকবাংলা, রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ-উত্তর ২০ এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ১০-টায় ডাকবাংলা আহলেহাদীছ জামে মসজিদস্থ সোনামণি যেলা কার্যালয়ে এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি ও যেলা ‘সোনামণি’র প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল্লাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ও সোনামণি যেলা উপদেষ্টা মুহাম্মাদ মুখতারুল ইসলাম, সোনামণি মারকায এলাকার পরিচালক আব্দুল্লাহ আল-মামূন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘ’-এর বিভিন্ন স্তরের দায়িত্বশীল, কর্মী ও সুধীবৃন্দ। অনুষ্ঠানে হাফেয আনোয়ার হোসেনকে পরিচালক করে পাঁচ সদস্য বিশিষ্ট সোনামণি চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলা পুনর্গঠন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ‘সোনামণি’ যেলা পরিচালক হাফেয আনোয়ার হোসেন।
টাকা
শামসুয্যোহা ফাহাদ
নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।
টাকা থাকলে থাকে মান,
টাকা না থাকলে অসম্মান।
টাকাই জীবন টাকাই মরণ,
টাকার জন্য মৃত্যুবরণ।
সবার মূলে থাকে টাকা,
টাকা না থাকলে জীবন ফাঁকা।
পৃথিবী ঘুরে সূর্যের পিছে,
মানুষ ঘুরে টাকার পিছে।
টাকাই সব কিছুর মূল,
টাকার জন্য মানুষ খুন।
টাকা থাকলে সুখ মিলে,
জীবনটা যায় হেসে খেলে।
অর্থ অনর্থের মূল
এ কথা জানা চাই,
হারাম পথে করলে কামাই
জাহান্নামে হবে ঠাই।
***
শুভেচ্ছা রাশি রাশি
আরীফুল ইসলাম
কোরপাই, বুড়িচং, কুমিল্লা।
ছোট্ট একটি বিভাগ তবু
ব্যাপক তার কর্ম,
যে পড়ে সেই জানে
এ বিভাগটির মর্ম।
সোনামণি নামটি সদা
আত-তাহরীকে রয়
এ পত্রিকা পড়ে অনেকে
ভাল মানুষ হয়।
জ্ঞান-বিজ্ঞানে ভরা থাকে
আত-তাহরীকের পাতা
আরো থাকে অনেক অনেক
হিদায়াতের কথা।
তাহরীক পরিবারকে তাই
শুভেচ্ছা রাশি রাশি,
আল্লাহ্র কাছে দো‘আ করি
প্রচার হোক বেশী।
***