গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. সূরা ত্বীন।                ২. ২৫ জন।

৩. মূসা (আঃ)-এর।        ৪. ৪ বার।

৫. ১ বার।                  ৬. যায়েদ (রাঃ)-এর নাম।

৭.  মারিয়ামের নাম।       ৮. রামাযান মাসের নাম।

৯. আবূ লাহাবের, তার আসল নাম আব্দুল উয্যা।     

১০. সূরা ক্বামার, রহমান ও ওয়াক্বিয়াহ পরপর ৩টি সূরাতেই ‘আল্লাহ’ শব্দ উল্লেখ হয়নি।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)-এর সঠিক উত্তর

১। নাগাল্যান্ড। ২। ১৯টি।  ৩। রাঙ্গামাটি। ৪। ১৮৪৬ সালে। ৫। চীন। ৬। খুলনা। ৭। মণিপুর। ৮। ২টি। ৯। ৪৭১৯ কি.মি.। ১০। আলিকদম-থানচি।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. কোন সূরার প্রত্যেক আয়াতে ‘আল্লাহ’ নামটি উল্লেখিত হয়েছে?

২. কোন সূরার অপর নাম ‘সূরা ক্বিতাল’?

৩. কোন সূরাকে সূরা ‘নবী’ বলা হয়?

৪. কোন সূরার অপর নাম ‘সূরা ইসরা’?

৫. কোন সূরার অপর নাম ‘সূরা গাফের’?

৬. কোন সূরার অপর নাম ‘সূরাতুন নিসা আছ-ছুগরা’?

৭. কোন সূরার অপর নাম ‘সূরা ইনসান’?

৮. কোন সূরার অপর নাম ‘সূরা ফুছছিলাত’?

৯. কুরআন মাজীদের অর্ধাংশ কি?

১০. কুরআন মাজীদের দু’টি আয়াতে আরবী ২৮টি অক্ষরের সবগুলিই ব্যবহৃত হয়েছে। তা কোন সূরার কোন আয়াতে?

উত্তর :

১. সূরা মুজাদালায়।           ২. সূরা মুহাম্মাদের।

৩. সূরা তাহরীমকে।          ৪. সূরা বানী ইসরাঈল-এর।

৫. সূরা মুমিন-এর।           ৬. সূরা তালাক্ব-এর।

৭. সূরা দাহর-এর।            ৮. সূরা হা-মীম-আস-সাজদার।

৯. সূরা কাহাফের ১৯ আয়াতের وَلْيَتَلَطَّفْ শব্দ।

১০. সূরা ফাতাহ ২৯ আয়াতে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)

১. ভারতে অবস্থিত বাংলাদেশের পঞ্চম মিশন কোথায় হচ্ছে?

২. মিয়ানমার বাংলাদেশের কোনদিকে অবস্থিত?

৩. ১১ই জানুয়ারী’১৭ প্রাথমিকভাবে ভূতাত্ত্বিক ঐতিহ্য ঘোষণা করা হয় কোন স্থানকে?

৪. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ কোন মহাকাশাযানে উৎক্ষেপণ করা হয়?

৫. শেওলা স্থলবন্দর ঘোষণা করা হয় কবে?

৬. দেশের প্রথম নারী তথ্য কর্মকর্তা কে?

৭. বাংলাদেশের প্রথম অর্থ বছর ছিল কোনটি?

৮. বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত?

৯. বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের কত ডিগ্রীতে?

১০. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?

উত্তর :

১. আসাম। ২. দক্ষিণ-পূর্ব। ৩. জাফলং, সিলেট।৪. ফ্যালকন-৯।

৫. ৩০শে জুন ২০১৫। ৬. কামরুন নাহার। ৭. মার্চ-এপ্রিল ১৯৭৩। ৮. ৪৪৫ মাইল। ৯. ২০°৩৮'- ২৬°৩৮'। ১০. ৫টি।

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম, বখশী বাজার, ঢাকা।






আরও
আরও
.