১. ওহোদ যুদ্ধে জনৈক মহিলা ছাহাবীর পিতা, ভাই, চাচা ও চাচাতো ভাই শহীদ হন। নবী করীম (ছাঃ) বেঁচে আছেন শুনে তিনি বলেন আমার সকল দুঃখ তুচ্ছ। সেই মহিলার নাম কি?

২. স্বপ্নের মাধ্যমে নির্দেশ প্রাপ্ত হয়ে রাসূলুল্লাহ (ছাঃ) কাকে বিবাহ করেন?

৩. রাসূল (ছাঃ)-এর কোন স্ত্রীর পবিত্রতায় পবিত্র কুরআনে ১০টি আয়াত নাযিল হয়?

৪. রাসূল (ছাঃ)-এর কোন স্ত্রীকে আল্লাহ তা‘আলা জিবরীল (আঃ) মারফত সালাম দিয়েছেন?

৫. নবী করীম (ছাঃ) একদা তাঁর জনৈক স্ত্রীকে তালাক প্রদান করেন। তখন জিবরীল (আঃ) এসে তাঁকে বলেন, আপনি তাকে ফিরিয়ে নিন। কেননা তিনি অধিক ছিয়াম পালনকারিণী এবং অধিক নফল ছালাত আদায়কারিণী। আর তিনি জান্নাতে আপনার স্ত্রী। তাঁর নাম কি?

৬. নবী করীম (ছাঃ)-এর কন্যা যায়নাব (রাঃ) মৃত্যু বরণ করলে কে তাকে গোসল দেন?

৭. কোন ছাহাবীর ইমামতিতে রাসূলুল্লাহ (ছাঃ) ছালাত আদায় করেছেন?

৮. আবু বকর ব্যতীত কোন সৌভাগ্যবান ছাহাবীর ইমামতিতে রাসূলুল্লাহ (ছাঃ) ছালাত আদায় করেছেন?

৯. কোন ছাহাবী বদর যুদ্ধে নিজের মুশরিক পিতাকে হত্যা করেন?

১০. কোন মহিলা ছাহাবীকে দুই শহীদের মাতা বলা হয়? তিনি মৃত্যু বরণ করলে রাসূল (ছাঃ) নিজের জামা দ্বারা কাফন পরান এবং নিজে তাকে কবরে রাখেন।






আরও
আরও
.