গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর
১. লেটিন ভাষায়, রবার্ট ক্যাটেনেনিসা।
২. মাওলানা আমীরুদ্দীন বশুনিয়া, ১৮০৮ সালে।
৩. গ্রীস চন্দ্র সেন, ১৮৮৬ সালে।
৪. ১১৪৬ সালে, লেটিন ভাষায়।
৫. হযরত মূসা (আঃ)-এর।
৬. ২৫ জন নবীর নাম।
৭. জিবরীল, মিকাঈল, হারূত ও মারূত।
৮. ৪ বার (আহমাদ নামটি ১ বার এসেছে)।
৯. ঈসা (আঃ)-এর মাতা হযরত মারিয়াম (আঃ)-এর।
১০. হযরত যায়েদ ইবনে হারিছা (রাঃ)।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (ঐতিহাসিক স্থান ও স্থাপনা)-এর সঠিক উত্তর
১. বগুড়া যেলায়। ২. মহাস্থানগড়ে।
৩. গাযীপুর যেলায়। ৪. কুমিল্লার ময়নামতিতে।
৫. কক্সবাজারের রামু থানায়। ৬. নাটোর যেলায়।
৭. দিনাজপুরে। ৮. রাজশাহীর বাঘা থানায়।
৯. সোনারগাঁয়ে। ১০. সীতাকোট বিহার।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)
১. কুরআনে কোন্ কোন্ কাফেরের নাম উল্লেখ আছে?
২. কুরআনে কোন্ কোন্ মূর্তির নাম আছে?
৩. কুরআনে কতটি সম্প্রদায়ের নাম আছে?
৪. কুরআনে কোন্ কোন্ মসজিদের নাম উল্লিখিত হয়েছে?
৫. কুরআনে কোন্ কোন্ পাহাড়ের নাম আছে?
৬. কুরআনে কোন্ কোন্ কীট-পতঙ্গের নাম আছে?
৭. কোন্ সূরায় ‘মীম’ এবং কোন্ সূরায় ‘বা’ বর্ণ নেই?
৮. কোন্ সূরায় ‘বিসমিল্লাহ’ দু’বার এসেছে?
৯. কোন্ সূরাকে কুরআনের জননী বলা হয়?
১০. কুরআনে হারাকাত ও নুকতা কে কখন সংযোজন করেন?
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ঐতিহাসিক স্থান ও স্থাপনা)
১. সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
২. কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
৩. বাংলার রাজধানী সোনারগাঁয়ে স্থাপন করেন কে?
৪. সোনারগাঁ নামকরণ হয়েছে কার নামানুসারে?
৫. সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?
৬. পাঁচ বিবির মাযার কোথায় অবস্থিত?
৭. বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি কোথায় অবস্থিত?
৮. সোনারগাঁয়ের পূর্ব নাম কি?
৯. ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
১০. ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বংশাল, ঢাকা।