গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১। আদম (আঃ)-এর দু’পুত্র ক্বাবীল ও হাবীল প্রদত্ত কুরবানী থেকে।
২। ইবরাহীম (আঃ)-এর। তিনি স্বপ্নে পুত্র ইসমাঈল (আঃ)-কে যবেহ করতে দেখেছিলেন।
৩। তাক্বওয়া বা আল্লাহভীতি অর্জন। কুরবানীর পশুর রক্ত প্রবাহিত করা।
৪। আল্লাহর নিকটে বিশেষ মর্যাদার স্থানে।       
৫। বিগত ও পরবর্তী এক বছরের গোনাহের কাফফারা হিসাবে গণ্য হয়।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (ঢাকা)-এর সঠিক উত্তর

১। ১৬১০ সালে     ২। ৪ (চার) বার।   ৩। ১৭টি।
৪। বুড়িগঙ্গা।       ৫। জাহাঙ্গীর নগর।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১। হিজরী বর্ষের মাসের সংখ্যা কয়টি? কোন সূরার কত নং আয়াতে এর প্রমাণ আছে? তার মধ্যে প্রথম মাসটির নাম কি?
২। কোন জাতি ১০ই মুহাররমকে ঈদের দিন হিসাবে পালন করত?
৩। ছহীহ মতে ১০ই মুহাররম কিসের জন্য বিখ্যাত?
৪। কে, কত হিজরীতে ১০ই মুহাররমকে ‘শোক দিবস’ ঘোষণা করেন? এ দিবসে প্রচলিত অনুষ্ঠানাদির হুকুম কি?
৫। ১০ই মুহাররমের ছিয়ামের ফযীলত সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) কি বলেছেন?


সংগ্রহে : আব্দুর রশীদ
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (বিজ্ঞান)

১। শ্বাস-প্রশ্বাস কতক্ষণ বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয়?
২। রক্ত সঞ্চালন কতক্ষণ বন্ধ থাকলে মানুষের মৃত্যু ঘটে?
৩। প্রতিদিন দেহ থেকে কতটুকু পানি নিঃসৃত হয়?
৪। শিশুদের রিকেটস হয় কোন ভিটামিনের অভাবে?
৫। কোন খাদ্যে সব উপাদানই বিদ্যমান?

সংগ্রহে : ইমামুদ্দীন
কেন্দ্রীয় পরিচালক, সোনামণি।

সোনামণি সংবাদ

অক্টোবর মাসে ‘সোনামণি’র প্রশিক্ষণ সমূহ :
এ মাসে সোনামণি কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন যেলাতে যেসকল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সেগুলি হচ্ছে- ৭ অক্টোবর বৃহস্পতিবার : সিংহমারা, মোহনপুর, রাজশাহী; ৮ অক্টোবর শুক্রবার : শেখপাড়া, রাজশাহী; ১৮ অক্টোবর সোমবার : কৈবর্ত্ত গ্রাম, সাপাহার, নওগাঁ; ২২ অক্টোবর শুক্রবার : কমরগ্রাম, জয়পুরহাট; ২৪ অক্টোবর রবিবার : সন্তোষপুর, পবা, রাজশাহী; ২৫ অক্টোবর সোমবার : রাজশাহী মহানগরী; ২৬ অক্টোবর মঙ্গলবার : মোল্লাপাড়া, রাজশাহী; ২৮ অক্টোবর বৃহস্পতিবার : ডাংগীপাড়া, রাজশাহী। এসব প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন, সহ-পরিচালক আব্দুর রশীদ, গোলাম কিবরিয়া ও বযলুর রহমান। উল্লেখ্য, ৮ অক্টোবর শেখপাড়া শাখা কমিটি, ২২ অক্টোবর জয়পুরহাট যেলা কমিটি ও ২৬ অক্টোবর মোল্লাপাড়া শাখা কমিটি গঠন করা হয়।
নভেম্বর মাসে ‘সোনামণি’র প্রশিক্ষণ সমূহ :
এ মাসে সোনামণি কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন যেলাতে যেসকল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সেগুলি হচ্ছে- ২ নভেম্বর মঙ্গলবার : নওদাপাড়া, রাজশাহী; ৪ নভেম্বর বৃহস্পতিবার : বায়া, পবা, রাজশাহী; ৫ নভেম্বর শুক্রবার : দৌলতপুর, চারঘাট, রাজশাহী। এসব প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন, সহ-পরিচালক আব্দুর রশীদ, গোলাম কিবরিয়া ও বযলুর রহমান। উল্লেখ্য, ২ নভেম্বর সোনামণি রাজশাহী যেলা ও মহানগর কমিটি পুনর্গঠন করা হয়।

সোনামণি


আবু ওবায়দা
নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।

আমার শুধু ইচ্ছে করে
সোনামণি করতে
কুরআন-হাদীছ শিক্ষা করে
দ্বীনের পথে চলতে।
দ্বীন-দুনিয়া-আখেরাতে
মুক্তি যদি চাও
সোনামণি সংগঠনের
কর্মী হয়ে যাও।
পরিশেষে আল্লাহর কাছে
দো‘আ আমি করি
আল্লাহ যেন সোনামণি সংগঠনকে
করেন চিরস্থায়ী।


পড়তে চাই


রুবাইয়া তাবাস্সুম
মহিলা সালাফিয়া মাদরসা, নওদাপাড়া, রাজশাহী।


বই পড়া ভারি মজা
আরো বই চাই।
বই পেলে খুশি হব
আমরা সবাই।
‘তাহরীক’কে চাই আমি
প্রতি সপ্তাহে।
কিন্তু কেন তাহরীক আসে
প্রতি মাসেতে।
পড়তে আমায় লাগে ভালো
বিজ্ঞান ও বিস্ময়।
সবচেয়ে বিস্মিত হই আমি
‘সোনামণি’র পাতায়।
পড়তে চাই আরো আমি
‘তাওহীদের ডাক’।
যেই ডাকে সাড়া দিলে
আখেরাতে হবে লাভ।
জ্ঞানকোষের জ্ঞানের ভান্ডার
পড়তে লাগে ভালো।
এই জ্ঞান দিবে আমায়
অাঁধার পথে আলো।
পড়া-লেখা আমার আশা
পড়তে আমি চাই।
লেখা-পড়া করে হব
দেশের গর্ব ভাই\






আরও
আরও
.