গত সংখ্যার সাধারণ জ্ঞান (ডাক বিষয়ক)-এর সঠিক উত্তর

১। মিশরে।         

২। ভারতের সিন্ধু প্রদেশে।

৩। রাজশাহীতে।

৪। গাযীপুর।

৫। ৪টি (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা)।

৬। ৪/´৩/ ইঞ্চি।

গত সংখ্যার মেধা পরীক্ষা (দৈনন্দিন বিজ্ঞান)-এর সঠিক উত্তর

১। ভিটামিন ‘বি’।

২। শরীরে ‘বাউন ক্রউপোজ টিস্যু’ থাকার কারণে।

৩। জলাতঙ্ক (র‌্যাবিস)।

৪। ‘চিনি জাতীয় খাবার বেশী খেলে এরোগ হয়’ এতথ্যটি।

৫। প্লাজমা।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান)

১। মানুষের রক্তে কোন ধরনের জীবাণু বাস করে?

২। পালমোনারি শিরা কোন ধরনের রক্ত বহন করে না?

৩। মানুষের রক্তের কোন কণিকায় নিউক্লিয়াস থাকে না?

৪। পালমোনারি শিরা কোন ধরনের গ্যাস যুক্ত রক্ত বহন করে?

৫। রক্তের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি?

* সংগ্রহেঃ শিহাবুদ্দীন আহমাদ

কেন্দ্রীয় পরিচালক

সোনামণি।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (বিজ্ঞান বিস্ময়)

১। বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের নাম কি?

২। তার বয়স কত?

৩। বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের উচ্চতা কত?

৪। তিনি কোন দেশের কোন শহরের অধিবাসী?

৫। বর্তমান দীর্ঘদেহী ব্যক্তি পূর্বের লম্বা ব্যক্তির চেয়ে কত বেশী লম্বা? তার নাম কি ও বাড়ী কোন দেশে?

* সংগ্রহেঃ শিহাবুদ্দীন আহমাদ

কেন্দ্রীয় পরিচালক

সোনামণি।

সোনামণি সংবাদ

সাবগ্রাম, বগুড়া ১৯ নভেম্বর বৃহস্পতিবার: অদ্য বাদ আছর সাবগ্রাম সালাফিয়্যাহ মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম-এর সভাপতিত্বে  অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র মাদরাসার প্রধান শিক্ষক ওমর ফারূক ও সোনামণি বগুড়া যেলার পরিচালক আসাদুযযামান। প্রশিক্ষণ শেষে সোনামণিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

মেন্দীপুর, বগুড়া ২০ নভেম্বর শুক্রবার: অদ্য সকাল ৮-টায় মেন্দীপুর হাফেযিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বগুড়া যেলা সোনামণি পরিচালক আসাদুযযামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে অত্র শাখার সাধারণ সম্পাদক রাসেল ও সদস্য ওমর ফারূক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার শিক্ষক হাফেয আব্দুল করীম ও আদম আলী।

কানাইস্বর, বাগমারা, রাজশাহী ৩০ নভেম্বর সোমবার: অদ্য বাদ যোহর কানাইস্বর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি সমাবেশ অনুষ্ঠিত হয়। হাট খুজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) জনাব আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। তিনি সোনামণি সহ উপস্থিত সকলকে আল্লাহ ও তাঁর রাসূল (ছাঃ)-এর আদর্শে জীবন গঠনের আহবান জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মুহিউদ্দীন।

অন্ধকার কবর

-মুহাম্মাদ আবু রায়হান

সোনাবাড়িয়া, কলারোয়া, সাতক্ষীরা।

অন্ধকার কবর যে দিন

তোমাকে ডাক দিবে,

সেদিন তুমি শূন্য হাতে

চির বিদায় নিবে।

এ ধরাতে যারা তোমার

ছিল অতি আপন,

তারাই সেদিন নিজ হাতে

করবে তোমায় দাফন।

দু’দিনের এ দুনিয়াতে

বড়াই যারা করে,

বুঝবে সেদিন যাবে যেদিন

গহীন অন্ধকার কবরে।

কেউ হবে না সে দুর্দিনে

তোমার মরণ সাথী,

সেদিন সবাই দেখবে বসে

তোমার যত জ্ঞাতি।

সময় থাকতে এখনও তুমি

কর দ্বীনি ইলম শিক্ষা,

তোমার জন্য অন্ধকার কবর

করতেছে অপেক্ষা\

***






আরও
আরও
.