গত সংখ্যার সাধারণ জ্ঞান (যাকাত বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ২য় হিজরী।       

২. ২০ মিছকাল তথা ৮৫ গ্রাম।

৩. ১৪০ মিছকাল তথা ৫৯৫ গ্রাম।

৪. ঈদের চাঁদ (শাওয়ালের চাঁদ) ওঠার পর।

৫. ঈদের ছালাতের পূর্বে।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)-এর সঠিক উত্তর

১. সেন্টমার্টিন দ্বীপ।

২. শহীদ মিনারের ছবি।

৩. হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

৪. ইখতিয়ার উদ্দীন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজী।

৫. মুহাম্মাদ উল্লাহ।

চলতি মাসের সাধারণ জ্ঞান (প্রাণী জগৎ)

১. মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটি?

২. কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায়?

৩. আকাশপথে গমনকারী সবচেয়ে দ্রুতগামী প্রাণীর নাম কি?

৪. কোন মাছ সবচেয়ে বেশী ডিম পাড়ে এবং কতটি?

৫. কোন দেশে হাতির জন্য হাসপাতাল আছে?

সংগ্রহে : মুহাম্মাদ ইবরাহীম খলীল

রসূলপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ।

চলতি মাসের মেধা পরীক্ষা (ধাঁধা)

১. একটুখানি পুকুরটা পিতলের ছাউনি

    মেঘ নেই বৃষ্টি নেই তবু পড়ে পানি।

২. একটুখানি পুকুরে কৈ ডগবগ করে

    কোন লোকের সাহস নেই লাফ দিয়ে ধরে।

৩. ঢেউয়ের পরে ঢেউ

    মাঝখানে বসে আছে লাট ছাহেবের বউ।

৪. মাঠের থেকে আসল ছাহেব কোট-প্যান্ট পরে

    কোট-প্যান্ট খুলতে গেলে চোখে পানি ঝরে।

৫. অল্প দিলে হয় না বন্ধু বেশী দিলে বিষ

    চিন্তা-ভাবনা করে বন্ধু আন্দাজমত দিস।

সংগ্রহে : তরীকুল ইসলাম

সুরিটোলা, ঢাকা।

সোনামণি সংবাদ

সারন্দী, বাগমারা, রাজশাহী ৮ নভেম্বর শুক্রবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় সারন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোনামণি শাখা গঠন উপলক্ষে এক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি জনাব আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও সোনামণি সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ‘যুবসংঘ’ রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলার সহ-সভাপতি এবং সোনামণি উপদেষ্টা ডা. মুহাম্মাদ মুহসিন, ‘যুবসংঘ’-এর কর্মী হাফেয শহীদুল ইসলাম ও মাহফূযুর রহমান। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ আদ্দাসকে পরিচালক করে সোনামণি শাখা পরিচালনা পরিষদ ও কর্মপরিষদ গঠন করা হয়। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ইয়াসমীন ও জাগরণী পেশ করে আব্দুল বারী।

আহলেহাদীছ আন্দোলন

ইয়ারুল ইসলাম

বাঁশদহা, সাতক্ষীরা।

আল্লাহর বিধান মেনে চলা ঝান্ডাবাহী দল,

হটে না পিছু বাতিলের কাছে, রয়েছে ঈমানী বল।

লেখায় তাদের হকের দাওয়াত, কণ্ঠে অগ্নিঝরা,

হাদীছ মতে চলে সদা, মানে না আইন মনগড়া।

দ্বীনের ক্ষেত্রে করে না আপোষ, ধারে না বাতিলের ধার,

ছহীহ পথে চলে সদা, যদিও আসে অত্যাচার।

হকের পথের দিশা হয়ে জ্বালিতেছে আলো,

নবীর পথে ডাকে তারা, দূর করতে চায় কালো।

জাহান্নাম হ’তে বাঁচাতে জানায় অহি-র আহবান,

চললে সে পথে পরকালে পাবে পরিত্রাণ।

নয়নের মণি কাফেলা, সে যে আহলেহাদীছ আন্দোলন,

সবাই পাক আলোর দিশা, অটুট থাকুক হকের বাতি প্রজ্বলন।

ছালাত-ছিয়াম পুঁজি

মাযহারুল আবেদীন

রামনগর, গাজোল, মালদহ

পশ্চিমবঙ্গ, ভারত।

ছালাত যদি আদায় করতে পার

নবীর মত করে,

কবুল হবে আল্লাহর কাছে

গোনাহ যাবে ঝরে।

নবীর কথা মানতে পারলে

আল্লাহকে মানা হয়,

আল্লাহকে ছাড়া অন্যকে মানলে

ত্বাগূত মানা কয়।

ছালাত ছিয়াম যাকাত হজ্জ

কালেমা কর পুঁজি,

আল্লাহর নামে এসব কর

তবেই তিনি হবেন রাযী।

ফাসিক আছে কপট আছে

আছে অনেক পাজি,

জুববা গায়ে ফৎওয়া দেয়

দেখায় কারসাজি।

আল্লাহর কথা নবীর কথা

দেয় না দাম ওরা,

মাযহাব- ফিরকার কথা কেবল

বলে বেড়ায় তারা।

ওদের কথা শুনলে তুমি

পড়বে  মহাফাঁদে,

বন্দেগীসব বৃথা যাবে

পাবে না কুল কেঁদে।

***






আরও
আরও
.