গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১. ও‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌       ২. ওছমান বিন ত্বলহা (রাঃ)।

৩. আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ)            ৪. আবদুল্লাহ বিন যায়েদ (রাঃ)।

৫. আবু বকর (রাঃ)।             ৬. ফাতিমা (রাঃ)।

৭. ওয়াহশী (রাঃ)।                ৮. আমর বিন আছ (রাঃ)।

৯. হাফছা বিনতে ওমর (রাঃ)।  ১০. আয়েশা (রাঃ)।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)-এর সঠিক উত্তর

১. ১৯৭৭ সাল।        ২. ১৯৭৪ সাল।       ৩. ১৯৫৫ সাল।

৪. ১৯৫২ সাল।       ৫. ১৯২১ সাল।       ৬. ১৯১১ সাল।

৭. ১৮৬৩ সাল।      ৮. ১৮৫৭ সাল।       ৯. ১৮৪২ সাল।

১০. ১৮৩৯ সাল।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)

১. জান্নাত অর্থ কি?

২. জান্নাত বর্তমানে কোথায়?

৩. জান্নাত কয়টি?

৪. জান্নাতের স্তর কয়টি?

৫. জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি?

৬. জান্নাতের অট্রালিকা কি দ্বারা নির্মিত?

৭. জান্নাতী তাঁবুর দৈর্ঘ্য-প্রস্থ কত?

৮. জান্নাতে কিসের নদী রয়েছে?

৯. জান্নাতী নদীর উৎসস্থল কোথায়?

১০. জান্নাতের নদীগুলোর নাম কি কি?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভাইস চ্যান্সেলর কে?

২. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভাইস চ্যান্সেলর কে?

৩. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভাইস চ্যান্সেলর কে?

৪. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভাইস চ্যান্সেলর কে?

৫. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভাইস চ্যান্সেলর কে?

৬. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভাইস চ্যান্সেলর কে?

৭. ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভাইস চ্যান্সেলর কে?

৮. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভাইস চ্যান্সেলর কে?

৯. খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভাইস চ্যান্সেলর কে?

১০. উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল কত ও ১ম ভাইস চ্যান্সেলর কে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

হাড়িয়ারকুঠি, তারাগঞ্জ, রংপুর ১৭ই ডিসেম্বর’১৬ শনিবার : অদ্য বাদ যোহর হাড়িয়ারকুঠি ‘সোনামণি মাদরাসা’ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ তারাগঞ্জ উপযেলার সভাপতি মুহাম্মাদ আকবার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি প্রফেসর মুহাম্মাদ হেলালুদ্দীন ও ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মোকছেদুর রহমান, যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল-মাহমূদ, প্রচার সম্পাদক নাজমুছ ছাক্বিব, সমাজকল্যাণ সম্পাদক আবুল বাশার, দফতর সম্পাদক আব্দুন নূর ও সদর উপযেলা সভাপতি মুশফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে শহীদুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে রবীউল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শিহাবুদ্দীন।

নন্দলালপুর, কুমারখালী, কুষ্টিয়া ২৬শে ডিসেম্বর সোমবার : অদ্য বাদ যোহর নন্দলালপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ও ‘সোনামণি’ উপদেষ্টা মুহাম্মাদ এনামুল হক্ব, ‘সোনামণি’ পরিচালক মুস্তাকীম আহমাদ, সহ-পরিচালক জালালুদ্দীন ও রবীউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি রুস্তম আলী ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন যেলা ‘সোনামণি’ সহ-পরিচালক যিয়াউর রহমান।

জামনগর ঘোষপাড়া, বাগাতিপাড়া, নাটোর ২৩শে ডিসেম্বর শুক্রবার : অদ্য বাদ আছর ঘোষপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র যেলা ‘সোনামণি’ পরিচালক  মুহাম্মাদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও সোনামণি রাজশাহী মহানগরীর পরিচালক আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘সোনামণি’ সহ-পরিচালক মুহাম্মাদ কামারুয্যামান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ ছাবিবর হুসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে লীমা খাতুন।

হেয়াতপুর মধ্যপাড়া, নবাবগঞ্জ, দিনাজপুর ৩রা জানুয়ারী মঙ্গলবার : অদ্য সকাল সাড়ে ৭-টায় হেয়াতপুর মধ্যপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ আরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি শাহীনুর রহমান ও ইসলামী জাগরণী পরিবেশন করে ফযলে রাববী।

পাকুড়িয়া, মোহনপুর, রাজশাহী ৮ই ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর পাকুড়িয়া ফুরকানিয়া মাদরাসায় এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মাদ আফযাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম ও হাবীবুর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মনোয়ার হুসাইন ও ইসলামী জাগরণী পরিবেশন করে তুনযেরা খাতুন। অনুষ্ঠান শেষে ৭ সদস্য বিশিষ্ট একটি শাখা পরিচালনা পরিষদ ও পৃথক পৃথক বালক-বালিকা কর্মপরিষদ গঠন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মুহাম্মাদ শহীদুল ইসলাম।






আরও
আরও
.