গত সংখ্যার মেধা পরীক্ষা (দৈনন্দিন বিজ্ঞান)-এর সঠিক উত্তর
১। বায়তুল্লাহ ও বায়তুল মুক্বাদ্দাস।
২। চল্লিশ বছর।
৩। আদম (আঃ)-এর পুত্রগণের কারো হাতে।
৪। ইবরাহীম (আঃ)-এর পৌত্র ইয়াকূব বিন ইসহাক্ব (আঃ)।
৫। দাঊদ ও সুলাইমান (আঃ)।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর
১। জাপান। ২। সোয়াজিল্যান্ড। ৩। লুক্সেমবার্গ।
৪। মোজাম্বিক। ৫। আফ্রিকার সাব সাহারা অঞ্চলে।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)
১। কুরআনের মূল আলোচ্য বিষয় কি?
২। কুরআনের কোন সূরায় ‘বিসমিল্লাহ’ নেই এবং কোন সূরায় দু’বার ‘বিসমিল্লাহ’ এসেছে?
৩। কুরআনে কোন মহিলার নাম বর্ণিত হয়েছে?
৪। কুরআনে কোন ছাহাবীর নাম উল্লেখিত হয়েছে?
৫। কোন মহিলার পবিত্রতা বর্ণনায় কুরআনে ১০টি আয়াত নাযিল হয়েছে? ঐ সুরার নাম কি?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)
১। উল্টে যদি দাও মোরে হয়ে যাব লতা
কে আমি ভেবে-চিন্তে বলে ফেল সেটা।
২। মধ্য লোপে কার, আদি লোপে তার
শোভে এক দেশ, ফুটবলে বেশ।
৩। বনেতে জন্ম তার থাকে সে বনে
সকলে কাটে তাকে বহু প্রয়োজনে।
৪। বাপ ছেলে আর বাপ ছেলে রাস্তা দিয়ে হাঁটে
যদি কিছু পায় তারা সমান ভাবে বাটে।
৫। চার অক্ষরে নাম তার সাবই সেথায় বসে
শেষের অক্ষর ছেড়ে দিলে খাবার থালায় বসে।
সংগ্রহে : জামীরুল ইসলাম
হাড়াভাঙ্গা, গাংনী, মেহেরপুর।
জাদু নয় বিজ্ঞান
ইংরেজী সালকে হিজরীতে রূপান্তর করার কৌশল :
১. প্রথমে ইংরেজী সাল হ’তে ৬২২ (মহানবীর মদীনা হিজরতের বর্ষ) বিয়োগ করে বিয়োগ ফলকে শতাব্দী ও অশতাব্দী নামক দু’টি অংশে বিভক্ত করতে হবে।
২. এরপর শতাব্দী অংশকে ৩ দিয়ে গুণ করতে হবে।
৩. অশতাব্দী অংশ ০০-৩৩ পর্যন্ত হ’লে ১; ৩৩-৬৬ পর্যন্ত হ’লে ২ এবং ৬৬-৯৯ পর্যন্ত হ’লে ৩ ধরে যোগ করতে হবে।
৪. সবশেষে ইংরেজী সাল হ’তে ৬২২ বিয়োগ করে বিয়োগফল যদি ১০০০ বা তার বেশী হয়, তবে আরও ১ যোগ করতে হবে। সর্বমোট যোগফলটিই হবে হিজরী সাল।
যেমন উল্লেখিত নিয়মানুযায়ী ২০১৪ সালে হিজরী সাল কত হবে :
ক) ২০১৪-৬২২=১৩৯২ (এখানে ১৩ শতাব্দী ও ৯২ অশতাব্দী অংশ)
খ) ১৩×৩ = ৩৯
গ) অশতাব্দী অংশ ৯০ হওয়ায় যোগ = ৩
ঘ) বিয়োগফল ১৩৯২ ,, ,, = ১
সর্বমোট যোগফল = ১৪৩৫
এ ফলাফলটিই কাংখিত হিজরী সাল। এভাবে পূর্বের সালও বের করা যাবে। সোনামণি বন্ধুরা চেষ্টা করে দেখ।
সংগ্রহে : আব্দুর রশীদ
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
সোনামণি সংবাদ
বামন্দী, মেহেরপুর ৫ মার্চ সোমবার : অদ্য সকাল সাড়ে ৯-টায় বামন্দী আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ মেহেরপুর সাংগঠনিক যেলার উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মেহেরপুর যেলার সভাপতি ও যেলা ‘সোনামণি’র প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক তারীকুযযামান, ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রশীদ আখতার ও যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ মুনীরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মুহাম্মাদ আবুল বাশারকে পরিচালক করে পাঁচ সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ মেহেরপুর যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।
কমরগ্রাম, জয়পুরহাট ৩০ মার্চ শুক্রবার : অদ্য বাদ জুম‘আ কমরগ্রাম পশ্চিমপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘে’র সভাপতি ও সোনামণি যেলা উপদেষ্টা মুহাম্মাদ আমীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সোনামণি যেলা পরিচালক মুনায়েম হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যেলা সোনামণি’র সহ-পরিচালকবৃন্দ।
বাঁকাল, সাতক্ষীরা ২৬ মার্চ সোমবার : অদ্য সকাল ৯-টায় দারুলহাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ মাদরাসা জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সাতক্ষীরা সাংগঠনিক যেলার সভাপতি মাওলানা আব্দুল মান্নান-এর সভাতিত্বে এক সোনামণি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর নযরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন ও ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক শেখ মুহাম্মাদ রফীকুল ইসলাম। অনুষ্ঠানে মুহাম্মাদ হাফীযুর রহমানকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট সোনামণি সাতক্ষীরা সাংগঠনিক যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সোনামণি’র কেন্দ্রীয় সূধী ও সাতক্ষীরা সদর উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুযাফফর রহমান।