তুমুল উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। যুদ্ধ যদি শেষ পর্যন্ত বেঁধেই যায় এবং তা গড়ায় পরমাণু বোমা ব্যবহার পর্যন্ত, তবে তাতে কার কেমন ক্ষতি হবে, তা উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। এতে বলা হয়েছে, যদি ভারত ও পাকিস্তান তাদের মোট সমরাস্ত্রের অর্ধেক পরিমাণ বা ১০০ পরমাণু ওয়ারহেড (যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে হিরোশিমায় নিক্ষিপ্ত ১৫ কিলোটন ওয়ারহেডের সমপরিমাণ) ব্যবহার করে, তবে এতে সরাসরি দুই কোটি ১০ লাখ মানুষ মারা যাবে। আর এটা হবে এক সপ্তাহের মধ্যে। পরবর্তীতে যুদ্ধের প্রভাব বাড়বে আরও ভয়ানকভাবে। পরমাণু ওয়ারহেড ব্যবহারের প্রতিক্রিয়ায় বিশ্বের প্রতিরক্ষামূলক ওযন স্তরের অর্ধেক ধ্বংস হয়ে যাবে। যুদ্ধের ফলে সৃষ্ট পরমাণু উইন্টার বা শীতকাল অকেজো করে ফেলবে বৈশ্বিক জলবায়ু ও কৃষিকে। এদিকে ভারতের বিজেপির প্রভাবশালী সংসদ সদস্য সুব্রামানিয়াম স্বামী বলেছেন, যদি পাকিস্তানের পরমাণু হামলায় ভারতের ১০ কোটি লোক মারা যায়, তবে পাল্টা জবাবে পাকিস্তান সাফ হয়ে যাবে। তাদের এ হুঁশিয়ারীতে ইসলামাবাদের তরফ থেকেও আসছে পাল্টা হুমকি, ‘আঘাত আসলে ভারতকে লন্ডভন্ড করে দেওয়া হবে’। সব মিলিয়ে যুদ্ধ লাগলে যে উভয় দেশই দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে তা নিশ্চিত করেই বলা যায়। লাভের লাভ হয়তো নাগরিকদের মনের ঝাল মিটবে অথবা বাড়বে।
[যুদ্ধ থেকে ফিরে আসুন। সমরাস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন! ঐ টাকা জনকল্যাণে ব্যয় করুন (স.স.)]