দু’লাখ দিরহাম রক্তমূল্যের বিনিময়ে ছেলের হত্যাকারী ১০ ভারতীয়কে মৃত্যুদন্ডের হাত থেকে রেহাই দিলেন পাকিস্তানের নাগরিক মুহাম্মাদ রিয়ায। তার এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আদালত। ২০১৫ সালে আবুধাবীতে এই ১০ জন ভারতীয়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ে রিয়াযের ছেলে মুহাম্মাদ ফারহান। এরপর দু’পক্ষের মারামারিতে প্রাণ হারায় ফারহান। সংযুক্ত আমিরাতের আদালতে এই মামলার বিচারে অভিযুক্ত ১০ জনের (মহিলা ও শিশুসহ) মৃত্যুদন্ডের আদেশ হয়।

শারঈ আইনানুযায়ী রক্তমূল্যের বিনিময়ে দোষীদের সাজা মওকূফ করে দেয়া যায়। সেই মতে দোষীদের তরফ থেকে আদালতে দু’লক্ষ দিরহাম জমা দেয়া হয়েছে।

মুহাম্মাদ রিয়ায বলেছেন, ‘আমার ছেলের প্রাণ গিয়েছে। তবে আরো ১০ জনের প্রাণ তো বাঁচল’।







আরও
আরও
.