মোল্লা মাঝি নেইকো কাযী এখন গভীর রাত্রি

বাঁচতে হ’লে বৈঠা ধর আছো যারা যাত্রী।

মাঝ দরিয়ায় তুফান ভারী আসতে পারে বান

বিভেদ ভুলে একমনে সবে হও আগুয়ান।

হয়তো সুরুজ উঠতে পারে পুব আকাশের গায়

তাঁর স্মরণে দাও তুলে পাল বৈছে দখিনা বায়।

দাও ছেড়ে সব চিন্তা তাদের গেছে যারা ছাড়ি

এক কাতারে হও আগুয়ান ভাঙ্গো মনের আড়ি।

পাহাড় সম আসুক বাধা কিবা আসে যায়

তোমার বিজয় নিশানীতে সব হবে গো লয়।

বাঁচা-মরার লড়াই এখন রাখ অাঁখি বারি

ঝাঁপিয়ে পড়ে দাও না হানা বীরের মত মরি।

নবীন-প্রবীণ, কিশোর-যুবক এস ঈমানদার

বে-দ্বীনেরই দাওয়াতে যে তোর ভরে গেছে ঘর।







আরও
আরও
.