উত্তর : ইউনুস (আঃ)-এর মাছের পেটে অবস্থান কালের ব্যাপারে মতভেদ রয়েছে। যেমন- এক ঘণ্টা, ৩, ৭, ২০, ৪০ দিন। অথবা সকাল বেলা পেটে নিয়ে বিকেল বেলা উগরে দিল (তাফসীর কুরতুবী, ইবনে কাছীর)। সেখানে আল্লাহ তা‘আলা একটি লাউ জাতীয় গাছ সৃষ্টি করে দিলেন কথাটি সঠিক (ছাফফাত ১৪৬)। যা খেয়ে তিনি পুষ্ট হন। একটি পাহাড়ী বকরী এসে সকাল-বিকাল তাঁকে দুধ পান করিয়ে যেত (তাফসীর ফৎহুল কাদীর ৪/৪১১)। এসব বক্তব্য ইহুদী গল্পকারদের সৃষ্টি। কাজেই উক্তিগুলো গ্রহণযোগ্য নয়। প্রকৃত ঘটনা আল্লাহ ভাল জানেন (নবীদের কাহিনী ২/১১৪, ১১৭)।