প্রশ্ন (২৮/৩০৮) : হজ্জের সময় কোন ভুল-ত্রুটির কারণে দম ওয়াজিব হ’লে তা মক্কাতেই আদায় করতে হবে কি? নাকি হজ্জের পর দেশে এসে আদায় করলেও চলবে?
28 বার পঠিত
উত্তর : হজ্জের কোন ওয়াজিব কাজ ত্যাগ করার কারণে ধার্যকৃত দম বা কুরবানী মক্কায় করতে হবে। বাইরে করলে এর হক্ব আদায় হবে না (তাফসীরে কুরতুবী ২/৩৮৫; শরহুয যারক্বানী আলাল মুয়াত্তা ২/৫৮৩)।