উত্তর : বিছানায় খাবার গ্রহণ এবং খালি গায়ে শোয়ার উপর শরী‘আতে কোন স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। বরং খাদ্য গ্রহণের ক্ষেত্রে পরিচ্ছন্নতা, সর্বাবস্থায় শালীনতা ও আদব অনুসরণ করার নির্দেশনা এসেছে। বিশেষ করে ঘুমানোর পূর্বে বিছানা পরিচ্ছন্ন করে ঘুমানোর নির্দেশ দেওয়া হয়েছে (মুসলিম হা/২৭২৪)। সুতরাং পরিচ্ছন্নতা ও শালীনতা বজায় রেখে উক্ত কার্যসমূহ সমাধা করবে।
প্রশ্নকারী : সিরাজুল ইসলাম, গাইবান্ধা।