উত্তর : হাঁচির সময় দুই হাতের তালু বা রুমাল দিয়ে মুখমন্ডল ঢাকবে এবং শব্দ নিয়ন্ত্রণের চেষ্টা করবে। হাঁচি শেষে ‘আলহামদুলিল্লাহ বলবে (বুখারী হা/৬২২৪; মিশকাত হা/৪৭৩৩)। এছাড়া হাদীছে ‘আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল’ (আবুদাউদ হা/৫০৩৩; তিরমিযী হা/২৭৩৮) এবং ‘আলহামদুলিল্লাহি রাবিবল ‘আলামীন’ বলার ব্যাপারে বর্ণনা এসেছে (তিরমিযী হা/২৭৪০; মিশকাত হা/৪৭৪১)। আর এসময় মুখ ঢাকা মুস্তাহাব। কেননা নবী করীম (ছাঃ) যখন হাঁচি দিতেন, তখন তাঁর হাত কিংবা কাপড় দ্বারা মুখ ঢেকে রাখতেন এবং এর মাধ্যমে তাঁর আওয়াজ নীচু করতেন (তিরমিযী হা/২৭৪৫; মিশকাত হা/৪৭৩৮, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ রাদমান, নিয়ামতপুর, নওগাঁ।