সুধী সমাবেশ

কক্সবাজার ১২ই সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ আছর যেলার চকোরিয়া থানাধীন ভাঙ্গারমুখ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কক্সবাজার যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি এ্যাডভোকেট শফীউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন’ সঊদী আরব শাখার সহ-সভাপতি হাফেয মুহাম্মাদ আখতার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুজীবুর রহমান, চকোরিয়া উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ যয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন।

অতঃপর বাদ মাগরিব উক্ত মেহমানদের উপস্থিতিতে যেলার ঈদগাঁও থানাধীন ইদগাঁও কলেজ গেইট মসজিদে থানা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ঈদগাঁও থানা ‘আন্দোলন’-এর সভাপতি রেযাউল করীম ও সাধারণ সম্পাদক যয়নুল আবেদীনসহ যেলা ‘আন্দোলন’-এর দায়িত্বশীলবৃন্দ।

উত্তর পতেঙ্গা, চট্টগ্রাম ২রা অক্টোবর শুক্রবার : অদ্য বেলা ১১-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চট্টগ্রাম যেলার তত্ত্বাবধানে পরিচালিত উত্তর পতেঙ্গার স্টিল মিল বাজারস্থ আল-মারকাযুল ইসলামী আস-সালাফী মাদরাসা ও ইয়াতীমখানা-এর পাঁচ তলা নতুন ভবন নির্মাণের কাজ উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ শেখ সা’দীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কমপ্লেক্স-এর উপদেষ্টা ডা. হোসাইনুল করীম মামূন ও মুহাম্মাদ মুহীউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আরজু হোসাইন সাবিবর কুরআন তেলাওয়াত করেন অত্র মাদ্রাসা ও ইয়াতীমখানার ভাইস প্রিন্সিপাল হাফেয রিয়াযুল ইসলাম।

উল্লেখ্য, উদ্বোধন শেষে অত্র কমপ্লেক্স মসজিদে জুম‘আর খুৎবা দেন ডঃ আহমাদ আব্দুল্লাহ ছাকিব। জুম‘আ পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় মেহমান ডঃ সাখাওয়াত হোসাইন চট্টগ্রামের মত প্রতিকূল জায়গায় এই মারকাযের গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে নতুন ভবন নির্মাণে আর্থিক সহযোগিতার আহবান জানান। উল্লেখ্য, বাদ আছর একই মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। সেখানে প্রশিক্ষণমূলক বক্তব্য পেশ করেন ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি ডঃ আহমাদ আব্দুল্লাহ ছাকিব। 

ভোলা ৫ই অক্টোবর সোমবার : অদ্য বাদ মাগরিব যেলা শহরের হোটেল রয়েল প্যালেসে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ভোলা যেলা কর্ম পরিষদ গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পরামর্শ সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য কাযী মুহাম্মাদ হারূণুর রশীদ, ঢাকা-দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা তাসলীম সরকার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আযীমুদ্দীন এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অলী হাসান। অনুষ্ঠান শেষে মুহাম্মাদ মুফীযুল ইসলামকে সভাপতি ও মুহাম্মাদ কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট যেলা কর্মপরিষদ গঠন করা হয়। অতঃপর বাদ এশা শহরের রারীবাড়ী আদর্শ একাডেমী রোডে তা‘লীমুল কুরআন মাদ্রাসা সংলগ্ন মসজিদে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য কাযী মুহাম্মাদ হারূণুর রশীদ, ঢাকা দক্ষিণ যেলা ‘আন্দোলন’-এর উপদেষ্টা তাসলীম সরকার ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আযীমুদ্দীন। পরদিন ৬ই অক্টোবর মঙ্গলবার সকাল ৭-টায় শহরের হোটেল রয়েল প্যালেসে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। নবগঠিত যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুফীযুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীলগণ সেখানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ

দামনাশ, বাগমারা, রাজশাহী ১৬ই সেপ্টেম্বর বুধবার : অদ্য সকাল ৯-টা হ’তে যেলার বাগমারা উপযেলাধীন হাট দামনাশ আহলেহাদীছ জামে মসজিদ ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দামনাশ এলাকার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দামনাশ এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা খুশবর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আফযাল হোসাইন, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি যিল্লুর রহমান, সহ-সভাপতি বুলবুল ইসলাম, বাগমারা উপযেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ নিযামুল হক,  ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আলাউদ্দীন সরদার, প্রশিক্ষণ সম্পাদক আবু রায়হান ও ‘সোনামণি’র সহ-পরিচালক আব্দুছ ছামাদ।

পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ ২৪শে সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় যেলার মান্দা থানাধীন পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার পাঁজরভাঙ্গা এলাকার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল আহাদ ও যেলার নহনা কালুপাড়া শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আকবার আলী প্রমুখ।

জামদই, মান্দা, নওগাঁ ২৮শে সেপ্টেম্বর সোমবার : অদ্য সকাল ১০-টায় যেলার মান্দা থানাধীন জামদই আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ নওগাঁ যেলার জামদই-বৈলশিং এলাকার উদ্যোগে এক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জামদই এলাকা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল জলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমান, বৈলশিং এলাকা সভাপতি মুহাম্মাদ তাছিরুদ্দীন, জামদই এলাকার প্রচার সম্পাদক নাজীবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ জুয়েল মাহমূদ ও যেলা ‘সোনামণি’ পরিচালক জাহাঙ্গীর আলম প্রমুখ।

আলোচনা সভা

রহনপুর, চাঁপাই নবাবগঞ্জ ৩রা সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার গোমস্তাপুর থানাধীন রহনপুর ডাকবাংলা কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চাঁপাই নবাবগঞ্জ-উত্তর সাংগঠনিক যেলার উদ্যোগে হাদীছ ফাউন্ডেশন পাঠাগার ও বিক্রয়কেন্দ্র উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফীযুর রহমান ও উপদেষ্টা মাওলানা আবুল হোসাইন প্রমুখ।

মাসিক ইজতেমা

পশ্চিম সিংগা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ১৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর যেলার গোবিন্দগঞ্জ থানাধীন পশ্চিম সিংগা আহলেহাদীছ জামে মসজিদে গাইবান্ধা-পশ্চিম সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। শিবপুর ফজরিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুল্লাহ আল-মামূন, প্রশিক্ষণ সম্পাদক মাহবূবুর রহমান ও যেলা ‘আল-‘আওনে’র সভাপতি দেলোয়ার হোসাইন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপযেলা পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল লতীফ প্রধান, কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মাদ শাহজাহান সরকার ও ডা. মুমিনুল ইসলাম রুবেল প্রমুখ।

বজরপুর, মোহনপুর, রাজশাহী ৩০শে সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ মাগরিব যেলার মোহনপুর থানাধীন বজরপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ও মাসিক আত-তাহরীক-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম এবং কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ।

ধুরইল, মোহনপুর, রাজশাহী ৪ঠা অক্টোবর রবিবার : অদ্য বাদ মাগরিব যেলার মোহনপুর উপযেলাধীন ধুরইল সোনারপাড়া  আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা দুররুল হুদা, ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন রাজশাহী-পশ্চিম সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, মোহনপুর উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও ‘যুবসংঘ’-এর সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম প্রমুখ।






আরও
আরও
.