সোনাখালী, বাগেরহাট ১৫ই এপ্রিল শনিবার : অদ্য বাদ যোহর বাগেরহাট যেলার মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালী কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ সোনাখালী এলাকার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আববাসুদ্দীন ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দাঈ ও শূরা সদস্য অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর অর্থ সম্পাদক মুহাম্মাদ মামূনুর রশীদ, সোনাখালী আযীযিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা তাজুল ইসলাম, ‘যুবসংঘ’-এর কর্মী মুহাম্মাদ হারূণুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে মাওলানা মোশাররফ হোসাইনকে সভাপতি ও মাওলানা তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ‘আন্দোলন’-এর সোনাখালী এলাকা আহবায়ক কমিটি গঠন করা হয়।

বহরবুনিয়া, মোড়েলগঞ্জ, বাগেরহাট ১৭ই এপ্রিল সোমবার : অদ্য বাদ ফজর বাগেরহাট যেলার মোড়েলগঞ্জ থানাধীন বহরবুনিয়া আহলেহাদীছ জামে মসজিদে বশুরবুনিয়া শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি শাহাদত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সভাপতি সরদার আশরাফ হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের ঢালী ও মাওলানা আব্দুল মুত্তালিব প্রমুখ।

কালদিয়া, বাগেরহাট ১৭ই এপ্রিল সোমবার : অদ্য বাদ মাগরিব বাগেরহাট সদর থানাধীন আল-মারকাযুল ইসলামী কালদিয়া জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বাগেরহাট যেলার কালদিয়া মারকায শাখার উদ্যোগে মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা যোবায়ের ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত তাবলীগী ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ।

চিতলমারী, বাগেরহাট ১৮ই এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ আছর বাগেরহাট যেলার চিতলমারী বাজার কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ চিতলমারী এলাকার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আহমাদ আলী রহমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ।

আড়ুয়াবর্ণী, চিতলমারী, বাগেরহাট ১৮ই এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ মাগরিব বাগেরহাট যেলার চিতলমারী থানাধীন আড়ুয়াবর্ণী আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ আড়ুয়াবর্ণী শাখার উদ্যোগে এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ।

মোল্লাহাট, বাগেরহাট ১৯ই এপ্রিল বুধবার : অদ্য বাদ যোহর বাগেরহাট যেলার মোল্লাহাট থানাধীন সারুলিয়া-রাজপাট আকবরিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সারুলিয়া-রাজপাট এলাকার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর প্রচার সম্পাদক মাওলানা এরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন, হাফেয শেখ দাঊদ, মাওলানা আবেদ আলী ও মুহাম্মাদ আমীনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে হাফেয শেখ দাঊদকে আহবায়ক করে সারুলিয়া- রাজপাট এলাকা ‘আন্দোলন’-এর আহবায়ক কমিটি গঠন করা হয়।

দুর্গাপুর, বোয়ালমারী, ফরিদপুর ২০শে এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর (ক) ফরিদপুর যেলার বোয়ালমারী থানাধীন দুর্গাপুর শিকদার বাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মাওলানা আসাদুয্যামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ।

(খ) একই দিন বাদ মাগরিব বাগবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মাওলানা ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান ছিলেন অধ্যাপক আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন স্থানীয় মুহাম্মাদ সানোয়ার রহমান।

চরশেখর, বোয়ালমারী, ফরিদপুর ২১শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ মাগরিব চরশেখর পঞ্চগ্রাম আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ দুর্গাপুর-শেখর এলাকার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম হাফেয মুহাম্মাদ হারূণুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাঈ অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন স্থানীয় সুধী মুহাম্মাদ আযীযুর রহমান ও মুহাম্মাদ ইলিয়াছ আলী খান প্রমুখ।

আলফাডাংগা, ফরিদপুর ২২শে এপ্রিল শনিবার : অদ্য বেলা ১১-টায় ফরিদপুর যেলার (ক) আলফাডাংগা থানাধীন বারাংকোলা গ্রামের আহলেহাদীছ ব্যক্তিত্ব মুহাম্মাদ আব্দুল হকের বাসভবনে এক তা‘লীমী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত তা‘লীমী বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর শূরা সদস্য অধ্যাপক মুহাম্মাদ আব্দুল হামীদ। তা‘লীমী বৈঠক শেষে মুহাম্মাদ আব্দুল হককে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট ‘আন্দোলন’-এর বারাংকোলা শাখা আহবায়ক কমিটি গঠন করা হয়।

(খ) একই দিন বেলা ১-টায় ফরিদপুর যেলার বোয়ালমারী থানাধীন গঙ্গানন্দাপুর নিবাসী বিশিষ্ট আহলেহাদীছ ব্যক্তিত্ব ডাঃ সালমান শরীফ কর্তৃক নব প্রতিষ্ঠিত আহলেহাদীছ জামে মসজিদে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান বক্তব্য পেশ করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আব্দুল হক, আব্দুল বারি ও মুহাম্মাদ আল-আমীন প্রমুখ।







সোনামণি
যেলা সম্মেলন \ খুলনা (আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করুন!) (স্রেফ আখেরাতের লক্ষ্যে আহলেহাদীছ আন্দোলনে ব্রতী হউন!) - -আমীরে জামা‘আত
মৃত্যু সংবাদ
মৃত্যু সংবাদ : মুহাম্মাদ নাছিরুদ্দীন
রোহিঙ্গা আলেম-ওলামার সমন্বয়ে রোহিঙ্গা ক্যাম্পে ইসলামী আক্বীদা বিষয়ক সেমিনার
সমাজ পরিবর্তনের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করুন! (যেলা সম্মেলন : নওগাঁ ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
সোনামণি কেন্দ্রীয় সম্মেলন ২০২৩
আন্দোলন (এলাকা ও উপযেলা কমিটি গঠন)
এলাকা সম্মেলন
আল-‘আওন (যেলা কমিটি সমূহ গঠন ও পুনর্গঠন)
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দের সাবেক সেক্রেটারী আব্দুল ওয়াহ্হাব খালজী
আল-‘আওন
আরও
আরও
.