গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর

১. মূসা (আঃ)।     

২. ৪৪টি সূরার ৫৩২টি আয়াতে। 

৩. মানেফতাহ বা মারনেফতাহ, পিতার নাম রেমেসিস।

৪. ১৯০৭ সালে।

৫. ইবরাহীম (আঃ)-এর।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১. টাকা।              ২. চাঁদ।               ৩. ঢেঁকি।  

৪. শার্ট।              ৫. সালাম।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১. আদম (আঃ)-কে কোন্ অপরাধের কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হয়?

২. আদম (আঃ) কত লম্বা ছিলেন?

৩. মা হাওয়াকে কী থেকে সৃষ্টি করা হেয়েছিল?

৪. হাবিল-কাবীলের মধ্যে কে কাকে হত্যা করেছিল?

৫. মানুষকে দাফন করার পদ্ধতি শিখিয়েছিল কোন্ পাখি?

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (বিজ্ঞান ও প্রযুক্তি)

১. বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে কি তার ব্যবহৃত হয়?

২. অধিকাংশ ফটোকপি মেশিন কোন বিদ্যুতের সাহায্যে কাজ করে ?

৩. আলোক বিদ্যুৎ কোষ ব্যবহৃত হয় কিসে?

৪. চুলের সাথে ঘর্ষণে চিরুণীতে কোন বিদ্যুৎ উৎপন্ন হয়?

৫. বিদ্যুৎবাহী তারে পাখি বসলে সাধারণত বিদ্যুৎ স্পৃষ্ট না হওয়ার কারণ কি?

 সংগ্রহে : আতাউল্লাহ

 কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

সোনামণি সংবাদ

সারন্দী, বাগমারা, রাজশাহী ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর সারন্দী নিশুপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সোনামণি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উপলক্ষে এক সোনামণি সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সারন্দী শাখা সভাপতি জনাব আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী-উত্তর সাংগঠনিক যেলার সহ-সভাপতি ও সোনামণি বাগমারা উপযেলার উপদেষ্টা ডা. মুহাম্মাদ মুহসিন। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন অত্র উপযেলা সোনামণি সহ-পরিচালক আয়নুল হক, ‘যুবসংঘ’-এর কর্মী হাফেয শহীদুল ইসলাম ও মাইনুল ইসলাম এবং অত্র বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক তোফাযযল হোসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র শাখার সোনামণি পরিচালক মুহাম্মাদ আদ্দাস।

নওদাপাড়া, রাজশাহী ১৪ মার্চ শুক্রবার : অদ্য বাদ মাগরিব নওদাপাড়াস্থ দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে সোনামণি মারকায এলাকার উদ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় প্রথম পরিচালক মুহাম্মাদ আযীযুর রহমান। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম বিন ইলিয়াস, সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ ও মারকায এলাকার পরিচালক আব্দুল্লাহ আল-মামূন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সোনামণি মারকায এলাকার সহ-পরিচালক মুনীরুল ইসলাম।

মোল্ল­ার ডাইং, রাজশাহী ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ আছর মোল্ল­ার ডাইং আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি বৈঠক অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কর্মী মিনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক আতাউল্ল­াহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর দাওরায়ে হাদীছ শ্রেণীর ছাত্র হানযালা।

হরিষার ডাইং, রাজশাহী ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার : অদ্য বাদ মাগরিব হরিষার ডাইং আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি হরিষার ডাইং শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের সভাপতি মুহাম্মাদ আনীসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক আতাউল্ল­াহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কর্মী ছাদ্দাম হোসাইন ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর দাওরায়ে হাদীছ শ্রেণীর ছাত্র হানযালা। অনুষ্ঠানে শাখার উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

ভোরের গান

-আবুল হাসান

মহাদেবপুর, নওগাঁ।

ভোর হ’লে মা বলেন

ঘুম থেকে ওঠরে,

ওযূ করে জামা পরে

মসজিদে ছোটরে।

ডাক তাঁকে যিনি তোমায়

করেছেন গো সৃষ্টি,

কারো পানে কোনখানে

দেবে নাকো দৃষ্টি।

পড়ে জল বেয়ে গাল

চোখ দু’টো সিক্ত,

তবে তার আমলনামার

খাতা হবে দীপ্ত।

রোজ হাশরে দিবে তাকে

জান্নাতে স্থান,

যেজন সারাক্ষণ

গায় রবের গুণগান।

ইকামতে একই সাথে

খাড়া হও জামা‘আতে,

কেন হায় মন চায়

সারা রাত ঘুমাতে।

আলসে হয় সে

উঠে না যে প্রভাতে,

আমলনামার খাতা তার

ভরে রবে গুনাহতে।






আরও
আরও
.