গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামের ইতিহাস)-এর সঠিক উত্তর

১. ওমর (রাঃ)-এর আমলে।     ২. সিন্ধুর নিকটে।

৩. ৬,০০০ জন।                 ৪. সোয় তিন বছর।

৫. গণিত বিষয়ে।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (বাংলাদেশের নদ-নদী)-এর সঠিক উত্তর

১. ৫৭টি।                   ২. ৩টি (সাঙ্গু, মাতামুহরী ও নাফ)।

৩. গোবরা (দৈর্ঘ্য ৫ কি.মি.)। ৪. মেঘনা (৩০০ কি.মি.)।         

৫. পোটোমলোজি।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. পবিত্র কুরআনের কোন্ সূরায় কোন্ ছাহাবীর নাম উল্লেখ করা হয়েছে?

২. রাসূলুল্লাহ (ছাঃ)-এর কোন্ স্ত্রীর চারিত্রিক পবিত্রতা বর্ণনায় কোন্ সূরার কতটি আয়াত নাযিল হয়?

৩. কুরআনে অবিশ্বাসী ও বিশ্বাসীদের নামে যে সূরাগুলি আছে, সেগুলি কি কি?                                                                                                                                                     

৪. জীবজন্তু ও মানব জাতির নামে যে সূরাগুলি আছে, সেগুলি কি কি?

৫. কুরআনে চন্দ্র, সূর্য, তারকারাজি ও বিভিন্ন সময়ের নামে যে সূরা আছে, সেগুলি কি কি?

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)

১. আমার ভাই নাগর, বিনা পয়সায় পাড়ি দেয় সাগর-মহাসাগর?

২. সুদৃশ্য লেবুটি, বোটা নেই তার ধরব কি?

৩. কোন গাছের পাতা, কোন মাছের মাথা নেই?

৪. হাত আছে তার মাথা নেই, পেট আছে তার ভুড়ি নেই?

৫. হারাইলে খুঁজে মরি, পাইলে ছেড়ে ঘরে ফিরি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

সুরিটোলা, ঢাকা।

 সোনামণি সংবাদ

হাটগাঙ্গোপাড়া, বাগমারা, রাজশাহী ২৬ এপ্রিল শুক্রবার : অদ্য বাদ আছর হাটগাঙ্গোপাড়া আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি বাগমারা উপযেলার উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপযেলা ‘আন্দোলন’ ও ‘যুবসংঘে’র দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে হাফেয বেলালুদ্দীনকে পরিচালক করে পাঁচ সদস্য বিশিষ্ট সোনামণি বাগমারা উপযেলা কমিটি গঠন করা হয়।

নাছিরাবাদ, খিলগাঁও, ঢাকা ৪ মে শনিবার : অদ্য সকাল ৬-টায় নাছিরাবাদ আদর্শ পাড়া জামে মসজিদে এক সোনামণি বৈঠক অনুষ্ঠিত হয়। মুহাম্মাদ হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে আলোচনা পেশ করেন মাদারটেক এলাকা ‘যুবসংঘে’র সভাপতি মুহাম্মাদ আমীনুদ্দীন ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামালুদ্দীন। অনুষ্ঠানে হাফেয মুহাম্মাদ মাকছূদুর রহমানকে পরিচালক করে সোনামণি নাছিরাবাদ আদর্শ পাড়া শাখা গঠন করা হয়।

ভাটপাড়া, সাতক্ষীরা ৫ মে রবিবার : অদ্য বাদ আছর ভাটপাড়া আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি সাতক্ষীরা সদর উপযেলার উদ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপযেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপযেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মুযাফফর রহমান, যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ হাফীযুর রহমান, সহ-পরিচালক অলীউর রহমান, ইসরাঈল হোসাইন, মুছতফা মাহমূদ ও উপযেলা সহ-পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম প্রমুখ।

গড়েরডাঙ্গা, সাতক্ষীরা ১০ মে শুক্রবার : অদ্য সকাল ৮-টায় গড়েরডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি তালা উপযেলার উদ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ হাফীযুর রহমান, সহ-পরিচালক অলীউর রহমান, তালা উপযেলার সহ-পরিচালক আব্দুল্লাহ মাসঊদ, মঠবাড়ী শাখার সহ-পরিচালক আলী হোসাইন প্রমুখ।

কদমতলা, সাতক্ষীরা ১০ মে শুক্রবার : অদ্য বাদ আছর কদমতলা আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি সাতক্ষীরা যেলার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ হাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘সোনামণি’ সহ-পরিচালক অলীউর রহমান, ইসরাঈল হোসাইন, মুছতফা মাহমূদ, সদর উপযেলা পরিচালক জাহাঙ্গীর আলম, সহ-পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম, মুহাম্মাদ আশরাফুল ইসলাম, তালা উপযেলা সহ-পরিচালক আব্দুল্লাহ মাসঊদ, আশাশুনি উপযেলা পরিচালক মুহাম্মাদ শফিউল ইসলাম, সহ-পরিচালক দেলওয়ার হোসাইন, কলারোয়া উপযেলা পরিচালক মুহাম্মাদ আব্দুর রহীম ও সহ-পরিচালক আবুল কালাম আযাদ প্রমুখ। অনুষ্ঠানে সোনামণি যেলা সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৩ সম্পর্কে আলোচনা করা হয়।

ভবানীপুর, সাতক্ষীরা ১৩ মে সোমবার : অদ্য বাদ আছর ভবানীপুর আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ সাতক্ষীরা সদর উপযেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ হাফীযুর রহমান, সহ-পরিচালক অলীউর রহমান, উপযেলা সহ-পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম, শাখা পরিচালক মুহাম্মাদ রুকনুযযামান প্রমুখ।

রাজপুর, কলারোয়া, সাতক্ষীরা ১৩ মে সোমবার : অদ্য বাদ মাগরিব রাজপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি বৈঠক অনুষ্ঠিত হয়। এলাকা ‘আন্দোল’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল লতীফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা পরিচালক মুহাম্মাদ হাফীযুর রহমান, সহ-পরিচালক অলীউর রহমান, কলারোয়া উপযেলার পরিচালক মুহাম্মাদ আব্দুর রহীম, এলাকা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক আব্দুছ ছবূর প্রমুখ।

মঠবাড়ী, তালা, সাতক্ষীরা ১৪ মে মঙ্গলবার : অদ্য সকাল ৭-টায় মঠবাড়ী আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি তালা উপযেলার উদ্যোগে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপযেলা ‘সোনামণি’ সহ-পরিচালক আব্দুল্লাহ মাসঊদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা সোনামণি পরিচালক মুহাম্মাদ হাফীযুর রহমান, সহ-পরিচালক অলীউর রহমান, শাখা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক গোলাম রহমান ও শাখা ‘সোনামণি’ পরিচালক যুলফিকার আলী, সহ-পরিচালক আলী হোসাইন ও আব্দুল্লাহ আল-মামূন প্রমুখ।






আরও
আরও
.