গত সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)-এর সঠিক উত্তর
১. মহান আল্লাহ মুমিনদের সামনে হাসিমুখে প্রকাশ পাবেন।
২. রেশমের তৈরী।
৩. চিরকিশোররা।
৪. হাজারে আসওয়াদ, মেহেদী, ছাগল, বুত্বহান উপত্যকা প্রভৃতি।
৫. মাছের কলিজার অতিরিক্ত অংশ।
৬. ঢেকুর ও মেশকের ন্যায় সুগন্ধি ঘামের দ্বারা।
৭. জান্নাতী ফলে বাহাত্তর প্রকার খাদ্যের স্বাদ পাওয়া যাবে।
৮. জান্নাতী রিযিক স্থায়ী, যা কখনও শেষ হবে না।
৯. বালাম ও নূন তথা ষাড় ও মাছ।
১০. ষাড় ও মাছ এত বড় যে, তাদের কলিজা ও গুরদা হ’তে ৭০ হাযার লোক খেতে পারবে।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (জান্নাত)
১. কিয়ামতের পূর্বে জান্নাতে প্রবেশকারী কারা?
২. জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ছাহাবীগণের নাম কি?
৩. পরকালে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে?
৪. প্রথমে বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারী দলের আকৃতি কেমন হবে?
৫. বিনা হিসাবে কত লোক জান্নাতে প্রবেশ করবে?
৬. দরিদ্ররা ধনীদের কত পূর্বে জান্নাতে যাবে?
৭. সর্বশেষ জান্নাতে প্রবেশকারীকে কতটুকু জায়গা দেওয়া হবে?
৮. জান্নাতের শীর্ষস্থান কাদের জন্য?
৯. জান্নাতে নারী জাতির সংখ্যা কেমন হবে?
১০. মুমিনদের মৃত শিশুদের অবস্থা কি হবে?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বংশাল, ঢাকা।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (উদ্ভিদ জগৎ)
১. কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়?
২. কোন গাছে ফুল-ফল হয় না?
৩. অধিক বীচি বিশিষ্ট পাঁচটি ফল কি কি?
৪. একটি মাত্র বীচি বিশিষ্ট ৫টি ফল কি কি?
৫. বৃহত্তম বীচি কোনটি?
৬. মাত্র ৫টি পাপড়ি বিশিষ্ট ১টি ফুল কি?
৭. সুন্দরবন নামকরণের কারণ কি?
৮. কোন গাছ নিউজপ্রিন্ট কাগজ উৎপাদনে ব্যবহৃত হয়?
৯. গোড়া রোপণে বংশ বৃদ্ধি করে কোন গাছ?
১০. এক গাছের ডাল অন্য গাছে জোড়া দিয়ে কোন কোন গাছ করা হয়?
সংগ্রহে : মুহাম্মাদ আতাউর রহমান
সন্ন্যাসবাড়ী, বান্দাইখাড়া, নওগাঁ।
সোনামণি সংবাদ
সিংহমারা, মোহনপুর, রাজশাহী ১৩ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর রাজশাহীর মোহনপুর থানাধীন সিংহমারা দক্ষিণপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি সোনালী খাতুন ও ইসলামী জাগরণী পরিবেশন করে সুমাইয়া খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন মক্তবের শিক্ষক মুহাম্মাদ আতাউর রহমান।