গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)-এর সঠিক উত্তর
১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ২। জাতীয় সংসদ।
৩। ১,৪৭,৫৭০ বর্গ কিঃমিঃ।
৪। ৭টি। যথা- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর। ৫। ৬টি। (রংপুর ব্যতীত)।
গত সংখ্যার মেধা পরীক্ষা (গ্রীষ্মের ধাঁধা)-এর সঠিক উত্তর
১। পাখা-পা ২। গরম-গম ৩। পানি-পা
৪। বাতাস-তাস ৫। বিদ্যুৎ।
গত সংখ্যার সাধারণ জ্ঞান ও মেধা পরীক্ষার সঠিক উত্তরদাতাদের নাম :
রাজশাহী : সাদ্দাম, উবাইদা ও নাজমুল হুদা।
সাতক্ষীরা : আহমাদ সাজিদ (ওশান), আয়েশা ছিদ্দীকা সামিয়া।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)
১। জাতিসংঘের প্রথম মহাসচিব কে?
২। তিনি কোন দেশের নাগরিক?
৩। কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহিত হন?
৪। জাতিসংঘের কার্যনির্বাহী প্রধান কে?
৫। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
সংগ্রহে : ইমামুদ্দীন
কেন্দ্রীয় পরিচালক, সোনামণি।
চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)
১। ডাকাত এসে বাড়ি ঘিরল হাতে ছড়িছড়া
জানালা দিয়ে ঘর পালালো মালিক পড়ল ধরা।
২। তিন অক্ষরে নাম তার পানিতে বাস করে
সামনের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে।
৩। যতই আসুক বৃষ্টি-ঝড় আট কন্যার একটাই ঘর।
৪। তুমি আমি একজন দেখিতে একরূপ
আমি কত কথা বলি তুমি কেন চুপ।
৫। নয়া জামাই গোসল করে টুপি থাকে মাথার পরে
এক কলস পানি দাও তবু শুকনা তার গাও।
সংগ্রহে : বযলুর রহমান
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
সোনামণি সংবাদ
সিংহমারা, মোহনপুর, রাজশাহী ৮ মে শনিবার : অদ্য বাদ যোহর সিংহমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাজশাহী (উত্তর) যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ আফাযুদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রায্যাক। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক্ব সহ এলাকা ‘যুবসংঘ’-এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সেখানে সোনামণি বালক ও বালিকা শাখা গঠন করা হয়।
বিরকয়া, বাগমারা, রাজশাহী ১২ মে বুধবার : অদ্য সকাল ১০-টায় বিরকয়া উচ্চবিদ্যালয়ে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কাষ্টনাংলা ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মুয্যাম্মিল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর সহকারী শিক্ষক আব্দুল হালীম বিন ইলিয়াস। অন্যান্যের মধ্যে আলোচনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনযুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মাযহারুল ইসলাম।
একই দিন বেলা সাড়ে ১২-টায় বিরকয়া ইসলামী বালিকা উচ্চবিদ্যালয়ে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কাষ্টনাংলা ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মুয্যাম্মিল হক্ব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী-এর সহকারী শিক্ষক আব্দুল হালীম বিন ইলিয়াস। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফযাল হুসাইন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবূবুর রহমান। অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ে সোনামণি শাখা গঠন করা হয়।
নওদাপাড়া, রাজশাহী ২২ মে শনিবার : অদ্য বাদ আছর দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সোনামণি’র উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রায্যাক, অত্র শাখার সোনামণি প্রধান উপদেষ্টা হাফেয লুৎফর রহমান, উপদেষ্টা ও সোনামণি সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম। অনুষ্ঠান পরিচালনা করেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক গোলাম কিবরিয়া। পরিশেষে মারকাযে রজনীগন্ধা, হাসনাহেনা ও সূর্যমুখী নামক তিনটি শাখা পুনর্গঠন করা হয়।
বাগানপাড়া, সপুরা, রাজশাহী ২৫ মে মঙ্গলবার : অদ্য বাদ আছর বাগানপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ দেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক গোলাম কিবরিয়া ও অত্র মসজিদের দায়িত্বশীল আবুল কালাম আযাদ। অনুষ্ঠান পরিচালনা করেন সুলতান মাহমূদ।
যেলা গঠন
বাঁকাল, সাতক্ষীরা ৫ মে বৃহস্পতিবার : অদ্য বাদ আছর দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকাল, সাতক্ষীরায় এক সোনামণি সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে ২০০৯-২০১১ সেশনের সোনামণি সাতক্ষীরা যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হুসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মুহাম্মাদ শাহীদুয্যামান ফারূক, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুযাফ্ফর হুসাইন প্রমুখ। পরদিন শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ।
পরিচালনা পরিষদ
ক্র. | নাম | পদবী | শিক্ষাগত যোগ্যতা |
১ | মাওলানা আব্দুল মান্নান | প্রধান উপদেষ্টা | এম.এম,এম.এ |
২ | মুহাম্মাদ শহীদুযযামান ফারূক | উপদেষ্টা | এম.এম,এম.এ |
৩ | আব্দুল্লাহ আল-মামূন | পরিচালক | এইউ,বি.এ |
৪ | লুৎফর রহমান | সহ-পরিচালক | এম.এম,বি.এ |
৫ | মুহাম্মাদ হাফীযুর রহমান | ’’ | বি.এ (অনার্স) ৩য় বর্ষ |
৬ | ওয়ালিউর রহমান | ’’ | ফাযিল |
৭ | মুহাম্মাদ মুনীরুল ইসলাম | ’’ | বি.এ (অনার্স) ১ম বর্ষ |