গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইস. ইতিহাস বিষয়ক)-এর সঠিক উত্তর
১. আবু বকর ছিদ্দীক (রাঃ)।
২. যুবায়ের ইবনুল আওয়াম (রাঃ) [রাসূল (ছাঃ)-এর ফুফাত ভাই]।
৩. আবু ওবায়দা আল-মুছান্না তামীম।
৪. মুহাম্মাদ ইবনে ইসাহাক।
৫. ইয়ামেনের বাদশাহ তুববা।
৬. মাছের কলিজা।
৭. ফাতিমাতুয যাহরা (রাঃ)-এর।
৮. মু‘আবিয়া বিন আবু সুফিয়ান (রাঃ)।
৯. জাবির বিন আব্দুল্লাহ (রাঃ)।
১০. আব্দুল্লাহ বিন যায়িদ (রাঃ)।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর
১. ২০৬ টি। ২. ৬৩৯ টি। ৩. ২টি।
৪. ২০টি। ৫. ২৪ (১২ জোড়া) টি। ৬. ৪ টি।
৭. ১২০/৮০ টি। ৮. ৭.৪। ৯. ৩৩ টি। ১০. ৬ টি।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইস. ইতিহাস বিষয়ক)
১. পৃথিবীর সর্বপ্রথম নবী কে?
২. কোন নবীর পিতা-মাতা কেউ ছিল না?
৩. আদম (আঃ)-এর দেহের দৈর্ঘ্য কত ছিল?
৪. কোন নবী পিতা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন?
৫. কোন নবী নিজ জাতিকে ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন?
৬. কোন নবীর মো‘জেযা চিরন্তন ও অবিনশ্বর এবং সেটা কি?
৭. কোন নবীকে আল্লাহ কঠিন অসুখ দিয়ে পরীক্ষা করেছিলেন?
৮. কোন নবী পশু-পাখী ও বাতাসের সাথে কথা বলতেন?
৯. পিতা-পুত্র উভয়েই নবী। কিন্তু উভয়কেই ইহুদীরা হত্যা করেছিল?
১০. কোন নবীকে আল্লাহ যাবূর কিতাব দিয়েছিলেন এবং লোহা তাঁর হাতে নরম হয়ে যেত?
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানবদেহ বিষয়ক)
১. মানুষের মুখে কতটি হাড় রয়েছে?
২. মাথার খুলির মধ্যে হাড়ের সংখ্যা কতটি?
৩. মানুষের বুকে কতটি হাড় রয়েছে?
৪. অন্ত্রে কতটি হাড় রয়েছে?
৫. মানুষের বাহুতে পেশীর সংখ্যা কতটি?
৬. মানব হৃদয়ের পাম্প সংখ্যা কয়টি?
৭. মানব দেহের বৃহত্তম বস্ত্ত বা অঙ্গ কোনটি?
৮. মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি?
৯. মানব দেহের ছোট কোষ কি?
১০. মানব দেহের বৃহত্তম কোষ কি?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বখশী বাযার, ঢাকা।
সোনামণি সংবাদ
নওদাপাড়া, রাজশাহী ১১ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর রাজশাহীর নওদাপাড়াস্থ দারুলহাদীছ (প্রাঃ) বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সোনামণি প্রতিভা ৩৪তম সংখ্যা-এর উপর লিখিত পরীক্ষার পুরষ্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনামণি মারকায এলাকার সূর্যমুখী শাখার সহ-পরিচালক মুহাম্মাদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামণি সূর্যমুখী শাখার সহ-পরিচালক নাঈমুল ইসলাম, মুহাম্মাদ আব্দুল্লাহ ও আল-আমীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুল্লাহিল কাফী ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ শরীফুল ইসলাম।
হড়গ্রাম পূর্ব-শেখপাড়া, রাজপাড়া, রাজশাহী ১৬ই এপ্রিল মঙ্গলবার : অদ্য বাদ আছর রাজশাহী যেলার রাজপাড়া থানাধীন হড়গ্রাম পূর্ব-শেখপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক ও রাজশাহী সদর সাংগঠনিক যেলা ‘যুবসংঘ’-এর প্রচার সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি ছামিরাহ আখতার ও ইসলামী জাগরণী পরিবেশন করে সানজীদা খাতূন।
মোল্লাপাড়া, রাজপাড়া, রাজশাহী ১৮ই এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ আছর রাজশাহী যেলার রাজপাড়া থানাধীন মোল্লাপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক ও রাজশাহী কলেজ শাখা ‘যুবসংঘ’-এর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল গফূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ ইমরান হোসেন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মা‘রূফ।
বালিয়াডাঙ্গা, নাটোর ১৯শে এপ্রিল শুক্রবার : অদ্য সকাল ১১-টায় নাটোর সদর থানাধীন বালিয়াডাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক ও শাখা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ মু‘আয্যম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেনদ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি যাকিয়া খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে কারীমা খাতূন।
জামনগর ঘোষপাড়া, বাগাতিপাড়া, নাটোর ১৯শে এপ্রিল শুক্রবার : অদ্য বাদ জুম‘আ নাটোর যেলার বাগাতিপাড়া থানাধীন জামনগর ঘোষপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্জ মুহাম্মাদ শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ ও মারকায এলাকার ছিরাতে মুস্তাক্বীম শাখা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল মতীন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ মি‘রাজুল ইসলাম ও ইসলামী জাগরণী পরিবেশন করে ফারজানা খাতূন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক ও যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ রাসেল।
হরিষারডাইং, শাহমখদুম, রাজশাহী ২২শে এপ্রিল সোমবার : অদ্য বাদ আছর রাজশাহী যেলার শাহমখদুম থানাধীন হরিষারডাইং আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষক মুহাম্মাদ শাহীনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন ও আবু হানীফ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মারিয়াম খাতূন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মাকতূবা খাতূন।