গত সংখ্যার সাধারণ জ্ঞান (রামাযান বিষয়ক)-এর সঠিক উত্তর
১. ২য় হিজরীতে। ২. আশূরার ছিয়াম। ৩. চতুর্থ।
৪. জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া, জাহান্নামের দরজা সমূহ বন্ধ করা এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা।
৫. ক. রামাযানে কুরআন অবতীর্ণ হয়েছে, খ. এ মাসে লায়লাতুল ক্বদর রয়েছে, যা হাযার মাস অপেক্ষা উত্তম গ. রামাযান মাসে কৃত ওমরার ছওয়াব নবী করীম (ছাঃ)-এর সাথে হজ্জ করার সমান।
৬. ক. ছিয়ামের প্রতিদান আল্লাহ স্বয়ং দিবেন, খ. ছিয়াম পালনকারীর জন্য জান্নাতে রাইয়ান নামক দরজা নির্ধারিত আছে, গ. ছিয়াম পালনকারীর থেকে জাহান্নামকে ৭০/১০০ বছরের পথ দূরে করে দেওয়া হয়।
৭. পানাহার না করে একাধারে ছিয়াম পালনকে ছাওমে বিছাল বলে।
৮. রাইয়ান।
৯. নবী করীম (ছাঃ)-এর সাথে হজ্জ করার সমান।
১০. নিজে সারা রাত জাগতেন, পরিবারকে জাগাতেন এবং কোমরে পরিধেয় বস্ত্র মযবূত করে বেঁধে নিতেন।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)-এর সঠিক উত্তর
১. গ্লাইকোজেন রূপে।
২. দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি জাতীয় কাজ করা।
৩. প্যারা থরমোন। ৪. অ্যাড্রনালিন। ৫. টেস্টোস্টেরন।
৬. অ্যালডোস্টেরন। ৭. অস্থিতে। ৮. ক্ষুদ্রান্তে
৯. ৭২। ১০. ২৪ টি
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)
১. কুরআনের সর্বপ্রথম আদেশ কি?
২. কুরআনে মানুষকে আল্লাহ তা‘আলার প্রথম আদেশ কি?
৩. কুরআনে মানুষকে আল্লাহ তা‘আলার প্রথম নিষেধ কি?
৪. কোন সূরা ৩ বার পাঠ করলে একবার কুরআন খতম করার ছওয়াব হয়?
৫. কোন সূরা ৪ বার পাঠ করলে একবার কুরআন খতম করার ছওয়াব হয়?
৬. কোন সূরা ১০ বার পড়লে জান্নাতে একটি মহল তৈরী করা হয়?
৭. কোন সূরা পাঠ করলে ঘর হ’তে শয়তান পলায়ন করে?
৮. কুরআনের প্রথম আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে?
৯. কুরআনের শেষ আয়াত কোথায় অবতীর্ণ হয়েছে?
১০. মোট কত বছরে কুরআন অবতীর্ণ হয়েছে?
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (মানব দেহ বিষয়ক)
১. কোনটি শিশুকালে অপসারণ করলে বামনত্ব হয়?
২. শোষণের সময় দেহ হ’তে কি নির্গত হয়?
৩. শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম কি?
৪. মাইটোসিস কোথায় সংগঠিত হয়?
৫. রক্তে লোহিত ও শ্বেত কণিকার অনুপাত কত?
৬. রক্ত জমাট বাধার পার রক্তের অবশিষ্ট তরল অংশকে কি বলে?
৭. মানব দেহের সর্বাপেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি?
৮. অনুচক্রিকার কাজ কি? ৯. লিউকোমিয়া রোগের কারণ কি?
১০. দেহের শক্তির প্রধান মাধ্যম কি?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম, বখশী বাজার, ঢাকা।
সোনামণি সংবাদ
বাড়ীগ্রাম, বাগমারা, রাজশাহী ২২শে মার্চ রবিবার : অদ্য বাদ মাগরিব যেলার বাগমারা উপযেলাধীন বাড়ীগ্রাম মড়মড়িয়া পাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম ও সহ-পরিচালক মুহাম্মাদ মুঈনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি মুহাম্মাদ যিল্লুর রহমান।