আম্মাজান! আম্মাজান!

রোহিঙ্গা শিশু ডাকছে ঐ

বুলেটের আঘাতে ঝলসানো মা

ক্রন্দনরত বক্ষে রই।

প্রাণহীন মায়ের বুকের উপরে

ডাকছে শিশু আম্মাজান!

আরতো আম্মা শুনবে না ডাক

শূন্যে মিলিছে তাহার প্রাণ।

আম্মাজান! আম্মাজান!

লক্ষ শিশুর করুণ ডাক,

আকাশে উড়ছে শত্রুসেনার

প্রাণ বিনাশী বোমারু ঝাঁক।

আম্মাজান! আম্মাজান!

শোন মাগো, ডাক একটি বার

কত পেয়েছি সোহাগ

আজ কেন নির্বাক?

সেদিন নিশিথে জনমের শেষ

ডাকিনু তোমাকে আম্মাজান!

নিশি অবসানে ভিক্ষু আর সেনা

আমার আম্মার হরিল প্রাণ।

মনে পড়ে আজি আমার আম্মা

কত যে আদর করিছে তাই

ফরিয়াদ করি দরবারে তব

যালিমের মোরা বিনাশ চাই।

লক্ষ মায়ের প্রাণ নিল যারা

করো গো আল্লাহ বিচার তার

আমরা বার্মার  মা‘ছূম শিশু

দরবারে তব চাই বিচার।

যেমনটি মোরা মায়ের বুকেতে

ফেলেছি মোদের চোখের নীর

খালি কর আল্লাহ তাদেরও তেমনি

আম্মাজানের বক্ষটির।







আরও
আরও
.