সুলাই, রিয়াদ, সঊদী আরব ২৬শে অক্টোবর শুক্রবার : অদ্য সকাল ৮-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রিয়াদস্থ সুলাই-১৭ শাখার উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ জামালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সভাপতি জনাব মুহাম্মাদ মুশফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন সঊদী আরব শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী ও প্রশিক্ষণ সম্পাদক রহমাতুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সঊদী আরব শাখার দফতর সম্পাদক মুহাম্মাদ এমরান মোল্লা। কুরআন তেলাওয়াত করেন সুলাই-১৭ শাখার সাংগঠনিক সম্পাদক হাফেয রফীকুল ইসলাম। অনুষ্ঠানে সঊদী আরব শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জালালুদ্দীন, শাখা ‘আন্দোলন’-এর দায়িত্বশীল ও কর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধান অতিথি শাখা দায়িত্বশীলদের উদ্দেশ্যে আগামী একমাসের কর্মসূচী ঘোষণা করেন।                                                                                                                                  

হারা, রিয়াদ, সঊদী আরব ২রা নভেম্বর শুক্রবার : অদ্য সকাল ৮-টায় ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ সঊদী আরবের রিয়াদস্থ হারা-উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এক তাবলীগী সভা অনুষ্ঠিত হয়। হারা-উত্তর শাখার সভাপতি ও সঊদী আরব শাখার সমাজকল্যাণ সম্পাদক কাযী রিয়াযুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সভাপতি জনাব মুহাম্মাদ মুশফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন সঊদী আরব শাখার সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল বারী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জালালুদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সঊদী আরব শাখার দফতর সম্পাদক মুহাম্মাদ এমরান মোল্লা।

আত-তাহরীক পাঠক ফোরাম

রিয়াদ, সঊদী আরব ১৯শে অক্টোবর শুক্রবার : অদ্য বাদ আছর আত-তাহরীক পাঠক ফোরাম রিয়াদ, সঊদী আরব শাখার উদ্যোগে এক পারিবারিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পাঠক ফোরাম রিয়াদ শাখার সভাপতি জনাব মুস্তাফীযুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’ সঊদী আরব শাখার সভাপতি জনাব মুহাম্মাদ মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক ও আত-তাহরীক পাঠক ফোরাম রিয়াদ শাখার প্রধান উপদেষ্টা জনাব আব্দুল হাই। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সদস্যদের মধ্যে ইসলামী জ্ঞান ও হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিচালনা করেন হারা-দক্ষিণ শাখা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ লিয়াকত হোসাইন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, উক্ত পারিবারিক সম্মেলনে ৫০টি পরিবারের প্রায় ২০০ জন সদস্য অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ‘আন্দোলন’ সঊদী আরব শাখার দফতর সম্পাদক ও পাঠক ফোরামের প্রচার সম্পাদক মুহাম্মাদ এমরান মোল্লা।

[আমরা প্রবাসী ভাইদের এই শুভ উদ্যোগকে স্বাগত জানাই এবং সেদেশের ও অন্যান্য দেশের প্রবাসী ভাইদের প্রতি এর অনুকরণের আহবান জানাই (স.স.)]  






‘আহলেহাদীছ আন্দোলন’-এর কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক আমীনুল ইসলাম-এর মৃত্যু
মহিলা সংস্থা (দায়িত্বশীল প্রশিক্ষণ ও সুধী সমাবেশ)
কেন্দ্রীয় দাঈর সফর
চলে গেলেন মারকাযী জমঈয়তে আহলেহাদীছ হিন্দের সাবেক সেক্রেটারী আব্দুল ওয়াহ্হাব খালজী
জনাব আফতাবুদ্দীন চেয়ারম্যান (মৃত্যু সংবাদ) - .
যুবসংঘ (যেলা কর্মপরিষদ প্রশিক্ষণ-২য় পর্ব)
তাবলীগী সভা
সুধী সমাবেশ
কর্মী ও সুধী সমাবেশ
এলাকা ও উপযেলা
বর্ষবরণের নামে শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশ প্রত্যাহার করুন - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সঊদী আরব গমন
আরও
আরও
.