পশ্চিমের ঐ নীল সামিনায়

উঠবে রামাযানের নতুন চাঁদ।

মুমিন মনে হর্ষ লহর মিটিয়ে নিবে স্বপ্নসাধ

কোন পাতকী পঙ্কিলতায় যাচ্ছে ডুবে বর্ষ ভর?

তার জীবনে উঠবে সুরুজ স্বর্ণ কমল নতুন ভোর।

মিটিয়ে নিবে সব গোনাহ তাই ছিয়াম দেয় ঐ হাতছানি

উঠবে হেসে গোলাপকানন ভরবে ঘরের ফুলদানী।

জাগবে হৃদয়ে আল্লাহভীতি অাঁকড়ে ধরে সরল পথ

তাই খাবে না হোঁচট কভু চলতে পথে জীবন রথ।

উড়তে যেয়ে পুচ্ছ সবি আযাযিলের ভাঙবে আজ,

বন্দীখানায় কাতরে মরে তাইতো হৃদে দুঃখ-লাজ।

পারবে না সে ভ্রান্ত পথে টানতে আজি মুমিনদের,

পুণ্যে ভরা জীবনতরী রইবে না আর দুঃখ ঢের।

রামাযানেতে কৃপণেরা থাকবে না আর কঞ্জুসে,

দানের খাতায় নাম লেখাবে সব দানবীর দিন শেষে।

রামাযানেরই হাতছানিতে জাগলো সাড়া সবখানে

আল্লাহভীতির শিক্ষা নিতে তাই জড় আজ রামাযানে।

আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।






আরও
আরও
.